আমাদের কথা খুঁজে নিন

   

ভিওআইপি, কিভাবে রিসেলার হবেন?



শোনা যাচ্ছে যে, ভিওআইপির নাকি এখন সাব লাইসেন্স দেওয়া হচ্ছে। এই ব্যপারে কেউ কিছু জানেন নাকি? ভিওআইপি এখন কিছুটা আইনগত ভাবে বৈধ করা হয়েছে, কিছুটা বলার মানে হলে হাতে গোনা গুটি কয়েকজনের জন্য বৈধ। যার মাধ্য ৪ টি কোম্পানী রয়েছে। আগে ভিওআইপি করা হতো কুইন্টাম গেটওয়ে দিয়ে, সেটা হলো পুরাতন এ্যানালগ পদ্ধতি। বর্তমানে চলে ডিজিটাল ডিভাইসের ব্যবহার। যার মধ্যে Single Port T1/E1 Card গুলা জনপ্রিয়। যারা ভিওআইপি সম্পর্কে ভালো জানেন তারা বলতে পারেন কি ডিজিটাল ডিভাইসের মধ্যে কোনটা বেশী জনপ্রিয়, এবং কেন? ডিজিটাল ডিভাইস গুলোর সুবিধা কি? একটা Single Port T1/E1 Card পূর্নাঙ্গ ডিজিটাল ডিভাইসের সেটাপের জন্য কি কি প্রয়োজন হয়। যারা জানেন এই ব্যপারে একটু ধরারবাহিক ভাবে লিখবেন কি। দুই ধরণের ভিওআইপি লাইন বর্তমান - ১. হোয়াইট - যাকে বলা হয় বাংলাদেশ হোয়াইট রুট সিএলআই ( সাধারণ ভাবে বলা হয় এইগুলো আইনসিদ্ধ লাইন) ২) গ্রে - আইনসিদ্ধ নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।