আমাদের কথা খুঁজে নিন

   

শেষ কালের গান



হঠাৎ হারিয়ে যাওয়া সেই সুর- আজ আবার দোলা দিল। তোমার লাজুক মনে... উচাটন ভালোবাসা স্থানে স্থানে... ঘিরে থাকলো গভীর অনুরাগে, নিবিড়ও বাতায়নে... দিকে দিকে ছড়িয়ে পড়ল তোমার অনিমেষ আলো, কেড়ে নিলো যত ছায়া- সূর্যের দিন বুঝি ফুরালো। তোমারও আলোকমালায়- তারারাজী নিশ্চুপ হয়ে গেলো আমার উপস্থিতি আজ নিঃসার হল। পন্ড হল- জোছনার ছায়াপথে ভেসে চলা পান্ডুর বর্ণের মুখগুলোর- মৃত্যু অন্বেষণ-। কালের সীমারেখায় তোমার আমার যত ক্লান্ত চোখের স্বপ্নগুলো, ভেনাসের প্রেমাস্পদ মহাকাব্যের কাছে ধরা দিলো না। কিংবা নীল নদের তীরে আফ্রোদিতির সংসার গড়ার শেষ অভিলাষ টুকু ক্ষীণ পাগানীয় কাহিণী হয়ে আসলোনা তোমার আমার লোকাচারে... যখন ভেঁজা ঘাসের শেষ শিশিরটুকু- তোমার হাতে একটি চিহ্ন রেখে গেলো আর আমি সেই শিশির পাবো বলে হাত পেতে দিলাম- তুমি নীরব হয়ে গেলে। এই তবে শেষ কালে এসে লেখা তোমার- শেষ পংক্তিমালা? আমার নীরব প্রস্থান চেয়ে তোমার আয়োজনের সমাপ্তি টেনে... আমার চলে যাওয়া আমার চলে যাওয়া আমার চলে যাওয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।