আমাদের কথা খুঁজে নিন

   

হাড় খুলে দেখেছি প্রবল

শঙ্খপাপ আমার

হাড় খুলে দেখেছি প্রবল আমি হাড় খুলে দেখেছি প্রবল কেবল পুরাণ আর পূর্ববর্ষী নৌকাসমূহ; অমরতার আঙুর মুখে নিয়ে বৃষ্টি খুঁড়েছি, রোদ ছিল্লা করেছি- বহুকাল নদীর কনুই, একটি জ্ঞান নিয়ে আসে বৃষ্টিবালিকা, মেঘপক্ষী সখা রৌদ্রের লালা ক্রমশ গড়িয়ে হয়ে যায় ঘড়ির কঙ্কাল! আমি এবেলা ঘুমালে বা ঘুমিয়ে থাকলে তুমি অমরতার চুষিকাঠি পাবে তাই নিদ্রাসুন্দর মেষ তাড়াই ০২/০৬/২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।