আমাদের কথা খুঁজে নিন

   

আমাগো দেশের মানুষ কি সব গিনিপিগ?

ই চ্ছে খা তা

কয়দিন আগে পার্বত্য এলাকায় স্কুলের পোলাপাইনগো পুষ্টিকর (!) বিস্কুট খায়াইলো, আর অসুস্থ হইয়া পড়লো তাগো অনেকেই। আবার গতকাইল ইউনিসেফের দেয়া কৃমির অসুধ খাইয়া আবার অসুস্থ হইলো হাজার খানেক পোলাপাইন। আর এ নিয়া কিছু কইতে গেলে কয়, এ নাকি কারো ষড়যন্ত্র। যারই ষড়যন্ত্ড় হউক না ক্যান, যাগো গাফিলতিই হোক না ক্যান, আসল কথা হইতাছে আমাগো পোলাপাইনরে পুষ্টি আর অসুধের নামে বিষ খাওয়ানো হইতাছে। আর অসুধের মেয়াদ, মান যেহেতু ঠিক আছে বইলা সরকার দাবী করতাছে, তখন তো মনেলয় ইচ্ছা কইরাই এই বিষাক্ত খাবার খাওয়াইয়া অসুধ সরবারহকারী প্রতিষ্ঠানগুলা আমাগো পোলাপাইন গো উপর এক্সপেরিমেন্ট চালাইতাছে। আমাগো এই পোলাপাইন ই আমাগো দেশের ভবিষ্যত। খুব খেয়াল কইরা। ছবি: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.