আমাদের কথা খুঁজে নিন

   

The lone reader....



দিনগুলো ছিল ক্লান্ত.... বিষন্ন । অনিশ্চয়তায় ভরা । এমন একটা সময় যা শুধু হতাশার জন্ম দেয় । সে শুধু লড়ে যায় । সে জানেনা কি অপেক্ষা করছে তার জন্য পথের শেষে.......অথবা আদৌ কিছু অপেক্ষা করছে কিনা ।

শুরুটা হয় একটা ঝোঁকের মাথায় । তীব্র একটা অনুভূতি , যা তার সমস্ত সত্ত্বাকে গ্রাস করে রাখে । কখনো মনে হয়, ঘোর বুঝি কেটে গেছে । কিন্তু ঘোর কাটেনা । সে তীব্র নেশায় মাতাল হয়।

অন্ধের মত হাত-পা ছোড়ে। কিন্তু কুয়াশার সাথে কি লড়াই করা চলে ? হতাশ হতে গিয়ে হঠাৎ মনে পড়ে, হতাশ হবার অধিকার তার নেই । ক্লান্তিতে পা জড়িয়ে আসে। দুদন্ড সে বসতে পারেনা । এ অধিকারও তার নেই।

তাকে ছুটতে হয় অদেখা অজানা এক চরম ভবিষ্যৎ-এর দিকে । তীব্র একটা ইচ্ছা মাঝে মাঝে মনের অজান্তে বিদ্যুৎরেখায় খেলে যায় । অনন্ত এই গতির হাত থেকে মুক্তিটা কেমন হবে তা ভীষণ দেখতে ইচ্ছা করে । যে যাত্রার কোন লক্ষ্য নেই, যে যাত্রায় কোন শান্তি নেই, নেই কোন আশার চিহ্ন, কেন সে ছুটবে তারপরও ? নিজেও সে জানেনা । এক একবার ভাবে কাউকে জিজ্ঞাসা করে জেনে নেবে ।

কিন্তু কাউকে চোখে পড়েনা । দূরদূরান্তে একরকম ছায়া দেখা যায়, মানুষ কিনা তা বোঝা যায় না । অনুভূতি কিন্তু বলে, সে আছে পাশেই। ঝট করে ঘাড় ফিরিয়ে ধরে ফেলতে গেলেই .....চারদিক শূণ্য হয়ে যায় । অপেক্ষার প্রহর কেন ফুরায় না ? কেন ফুরায় না ? মস্ত বড় একটা জগৎ তৈরী করা হয়েছিল শুধু এই ঘটনাটা ঘটবে বলেই ........ শুধু এই ঘটনাটার জন্য উৎসুক হয়ে ছিলো বিশ্ব-ব্রহ্মান্ডের সমস্ত প্রাণী......জগতের তুচ্ছতম কাজটিও যার ভূল হয়নি কোনদিন, শুধু এই ঘটনাটিই সে ঘটাতে ভূলে গেল ?



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।