আমাদের কথা খুঁজে নিন

   

একটি ওজনদার মানিব্যাগ (টাকার থলে) পাওয়া গিয়াছে। পচা মনে করিলে মনে হয় পস্তাইবেন।

যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে।

সেদিন আহাম্মদনগরের সড়কপথে হাঁটিতেছিলাম। চলিবার সময়তে দেখি একটা টাকার থলে (মানিব্যাগ যাহাকে আমরা শুদ্ধ ভাষায় বলিয়া থাকি)। আশপাশটা চট করিয়া দেখিয়া লইলাম। শেষমেষ ওই জিনিসটা তুলিয়া লইলাম।

দেখি বেশ খানিকটা ওজনদার জিনিস। বাসায় চলিয়া আসিলাম প্রাপক দেখিয়া তাহা ফিরত দিবো বলিয়া। তাহা খুলিয়া যে বিষয়সমূহ দেখিতে পাইলাম তাহা হইল: ১০০০ টাকার নোট ১৪ টা= ১৪০০০ টাকা ৫০০ টাকার নোট ৮ টা= ৪০০০ টাকা ১০০ টাকার নোট ৬ টা= ৬০০ টাকা ৫০ টাকার নোট ২ টা= ১০০ টাকা ২০ টাকার নোট ১ টা= ২০ টাকা ১০ টাকার নোট ৫ টা= ৫০ টাকা ৫ টাকার নোট ৫ টা= ২৫ টাকা ২ টাকার নোট ১০ টা= ২০ টাকা ১ টাকার নোট ১ টা= ১ টাকা সর্বমোট টাকার পরিমাণ হইল তাহাতে ১৮৮১৬ টাকা। ভাবিলাম ব্যাপারখানা কি? সব মানের নোটই কি সবসময় বহন করে নাকি বাছাধনটি? কি জানি বাপু, অত শত বুঝি না। আরো যাহা আছে তাহা হইল: কার্ড: (ব্যাংকের, হাবিজাবি): ৫০-৬০ টার মতন ছবি: একটা লোকের( হাসি মুখ এবং সুদর্শন তবে নাকটা খানিকটা তাহার বোচা) উপযুক্ত তথ্য প্রমাণ দিয়া মানিব্যাগ(টাকার থলেটি) সংগ্রহ করিবার জন্য অনুরোধ জানানো হইল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.