আমাদের কথা খুঁজে নিন

   

The Masters Of Football –Part 1

red dead redemption

আমার ব্লগের নিকটা যেহেতু একজন ফুটবলার এর নামে তাই শুরুটা তাকে দিয়েই করা যাক। েরানালদিনহোর খেলা দেখে যে আনন্দ পাইছি তা অন্য কারো খেলা দেইখা পাই নাই । পাওয়া সম্ভব ও না । েরানালদিনহো ফুটবল বিশ্বকে এমন কিছু জিনিস উপহার দিয়েছেন যা আগে কখনও দেখা যায় নাই পরবর্তীতে দেখা যাবে কিনা সন্দেহ । আমার মতে tricks and dribble এর দিক দিয়ে সর্বকালের সেরা ফুটবলার েরানালদিনহো।

তাহলে তার কিছু গুণ কীর্তন করা যাক - Passing সাধারণ পাসি ং ছাড়ও েরানালদিনহোর নিজস্ব কিছু পাস আছে । এগুলোর মধ্যে ফেইক পাস,ব্যাক পাস( পিঠ দিয়ে যে পাস করা হয় ) , নো-সিন পাস/ আন-সিন পাস অন্যতম । তবে তার দুনিয়া কাঁপানো পাস টার নাম ফেইক পাস । প্রতিপক্ষ কে বোকা বানাতে ফেইক পাস এর জুড়ি মেলা ভার । পাস সম্পর্কে ভালো আইডিয়া রাখতে নিচের ভিডিও টা দেখেন - Tricks and Dribble েরানালদিনহোর Tricks and Dribble নিয়া বেশি কথা কমু না ।

েরানালদিনহো যখন Tricks আর Dribbling করে তখন তাকে অন্য গ্রহের প্রাণী মনে হয় । ব্যাতিক্রমী Dribbling আর অনন্যসাধারন Creative Tricks এর বর্ন্‌না দেয়া আমার পক্ষে দেয়া সম্ভব না। বুঝতে হৈলে নিচের ভিডিও দেখুন । Freekick ফ্রিকিক এর গড বলা হত । বাতাসে বল ঘুরানোর অসীম দক্ষতা আর Unpredictability তার ফ্রিকিক এর মূল আকর্ষন ।

েরানালদিনহোর নাম আসলে বার্সার নামও আসে । চার বছর বার্সাতে সে অন্য গ্রহের খেলা দেখিয়েছেন যা কখনো ভোলা সম্ভব না । তাকে নিয়া মিলান যা করতেসে তাতে আমি বিরক্ত । েরানালদিনহোর বয়স এখন 29 তাই ফর্মহীনতা আর ইনজুরিকে জয় করে আবার সে তার স্বরূপে ফিরে আসবে সেই কামনায় আজকের বাচলামি এখানেই শে ষ করছি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।