আমাদের কথা খুঁজে নিন

   

জুয়াড়ী - ফিওদর দস্তভয়স্কি

http://profiles.google.com/mshahriar

ফিওদর দস্তভয়স্কির জুয়াড়ী (দি গ্যাম্বলার) উপন্যাসটা ঠিক কতো বছর আগে পড়েছিলাম মনে নেই৷ কাহিনী প্রায় পুরোটাই ভুলে গেছিলাম৷ বহুদিন পর আবার পড়লাম৷ বোরিং, বোরিং বোরিং!!! দস্তভয়স্কি পড়তে বসে বোরিং না লাগার কোনো কারণ নেই৷ এতোও বক বক করতে পারে লোকটা! পড়তে শুরু করে ভালো লাগছিলো৷ মাঝখানে এসে চূড়ান্ত ক্লান্তি লাগতে লাগলো৷ কিন্তু জানিই তো দস্তভয়স্কি পড়তে এরকমই লাগবে৷ তাই মুখ বুজে লেগে থাকলাম৷ তিন ভাগের দুইভাগ পড়ার পর জমে যেতে লাগলাম৷ যখন শেষ হলো, ঠাণ্ডা হয়ে বসে রইলাম৷ অনেকদিন আগে কোনো এক লেখকের লেখায় পড়েছিলাম, "যখন প্রচণ্ড শক্তিশালী কোনো লেখা পড়ে শেষ করি, তখন নিজেকে খুব ক্ষুদ্র লাগে৷ অনেকদিন আর কিছু লিখতে পারি না৷" কথাটা কতোটা সত্যি সেটা জুয়াড়ী শেষ করার পর আরো একবার উপলদ্ধি করছি৷ এরকম একটা প্রচণ্ড শক্তিশালী লেখা পড়ার পর সত্যিই বড় অসহায় লাগে৷ সত্যিই বড় ক্ষুদ্র মনে হয় নিজেকে!

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।