আমাদের কথা খুঁজে নিন

   

মনে পড়া- রবীন্দ্রনাথ ঠাকুর

robindronaththakur@ymail.com

মা'কে আমার পড়ে না মনে। শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে, একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। মা'কে আমার পড়েনা মনে।

শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির-ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনত মা সেই ফুলের সাজি বয়ে পূজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মা'কে আমার পড়ে না মনে। শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে, জানালা দিয়ে তাকাই, দূর নীল আকাশের দিকে। মনে হয়, মা আমার পানে চাইছে অনিমেখে।

কোলের পরে ধরে, কবে দেখতো আমায় চেয়ে? সেই চাউনি রেখে গেছে, সারা আকাশ ছেয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।