আমাদের কথা খুঁজে নিন

   

দি জাংগল বুক গার্ল!



মস্কো পুলিশ গত বুধবার সাইবেরিয়ান শহর ‘শিটা’র এক ফ্ল্যাট থেকে পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে- যাকে নাতাশা বলে ডাকা হচ্ছে- উদ্ধার করে। ফ্ল্যাটের দরজায় লিখা ছিল ‘ওয়ার্নিং- শী বাইটস’; আশেপাশের লোকজন ‘শী’ অর্থ কোনো মেয়ে কুকুর হিসেবে ধারনা করেছিল। জন্মের পর থেকে নাতাশা কখনো এই ফ্ল্যাটের বাইরে বের হয়নি। কুকুর এবং বিড়ালের সাহচর্য্যে বড় হওয়া নাতাশাকে যখন পুলিশ উদ্ধার করতে ঘরে প্রবেশ করে, নাতাশা তখন কুকুরের মত আচড়ন শুরু করে। নোংরা কাপড় পড়া নাতাশা তার খেলার সাথী কুকুরদের সাথে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে এবং কামড় দিতে চেষ্টা করে। ‘দি জাংগল বুক’ সিরিজের মোগলীর চরিত্রের হুবুহু বাস্তব রূপ নাতাশা। সে মানুষের মত করে খেতে জানেনা, কথাও বলতে জানেনা শুধুমাত্র কুকুরের মত ঘেউ ঘেউ করা ছাড়া। বর্তমানে নাতাশা মনোবিজ্ঞানীদের তত্ত্বাবধানে চিল্ড্রেন রিহেবিলিটেশানে রয়েছে। নাতাশার বাবা-মা উভয়েই পুলিশের জিজ্ঞাসাবাদের অধীনে রয়েছে, তবে তারা নাতাশাকে কেন কুকুর বিড়ালের মত করে বড় করছিল তার কারণ এখনো অজ্ঞাত। সূত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।