আমাদের কথা খুঁজে নিন

   

মনপুরা: একশ শব্দের মুভি রিভিউ©

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
['মুভি রিভিউ' ও 'মুভি রেটিং'-এর সঙ্গে 'মুভি গাইডে' যুক্ত হলো নতুন সিরিজ "একশ শব্দের মুভি রিভিউ", সব লেখা পাবেন 'মুভি ব্লগ' বিভাগে] শ্লথ গতির কাহিনীর মুভি মনপুরা। চঞ্চলের স্বভাবসুলভ ভালো অভিনয়। গ্রামীন চরিত্রে বেমানান মিলি। এ চরিত্রে আমার মনে হয় চাঁদনীকে মানাতো ভালো। চিত্রগ্রাহক দক্ষতা প্রমাণের চেষ্টা করেছেন।

কিন্তু “পাগল” চরিত্র রূপায়নে শিমূল যেন অপেশাদার। অন্যান্যদের অভিনয় গতানুগতিক। কয়েকটি দৃশ্যে দর্শক হাসানোর মেকি চেষ্টা। মুভির গানগুলো স্পর্শধর্মী হলেও আবহ সংগীতে তেমন বিশেষত্ব নেই। তবে বেশ কিছু সংলাপ চমৎকার।

মুভির সবচেয়ে বড় দুর্বলতা কাহিনীর সাধারণত্ব। অন্যদিকে নতুনত্ব দেখাবার প্রচেষ্টা কল্পনার উপস্থাপনে। পরিচালক গিয়াস উদ্দিন সেলিম তার মনপুরা ক্যানভাসে নিজের মুন্সিয়ানার পূর্ণ পরিচয় দিতে পারেননি। অবশ্য সব মিলিয়ে বাংলা ছবির প্রেক্ষাপটে মুভিটি উপভোগ্য বলা চলে। তবে ধর্য্য ধরা আবশ্যক! এককথায়: দেখতে পারেন রেটিং: ৩/৫ [যারা মুভি ভালবাসেন... http://www.i-love-movies.tk]
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।