আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন প্রিয় ব্লগার জ্বিনের বাদশা।

Miles to go before I sleep.....

এমন এক নিক যে কেউ একবার দেখলেই মনে রাখবে। বাদশা তো শুধু না, একেবারে জ্বিনের বাদশা! ছোটকালে একবার বিটিভি-তে বাংলা সিনেমা দেখেছিলাম যার নাম ছিল "জ্বিনের বাদশা"। অভিনয়ে ছিল বাপ্পারাজ, এটিএম। আশ্চর্য্যের ব্যাপার হচ্ছে সেই ১২/১৩ বছর আগে দেখা ছবির সম্পূর্ণ কাহিনীই আমার মনে আছে। ছবিটা নিঃসন্দেহে চিরাচরিত কমার্সিয়াল বাংলা ছবি হিসেবে ব্যতিক্রমধর্মী ছিল।

জ্বিনের বাদশাভাইও ব্যতিক্রমধর্মী গেসবল-পোস্টদাতা। আমি অবশ্য গেসবল তেমন পারিনা, তবুও চেষ্টা করি, একবারও পারিনি এখন পর্যন্ত। ভয়ে উত্তরও অবশ্য লিখিনা!! কিন্তু তিনি আমার প্রিয় ব্লগার কারন তিনি কটু-সত্যটা বলে ফেলেন। এবং তিনি সেটা খুব কার্যকরভাবেই বলেন। উনাকে মাথা গরম করতে কখনও দেখিনা, প্রচন্ড যত্নের সাথে আলোচনায় যান, বিরুদ্ধমতকে শ্রদ্ধা করেন।

আমি মাথা-গরম মানুষ, কেউ ঠান্ডা মাথার হলে আমার ঈর্ষা হয়। তবে কটু-সত্য তো অনেকেই বলেন, তাহলে তিনি কেন বিশেষভাবে প্রিয়? কারন তাঁর লেখায় তিনি আমার (এবং আমি নিশ্চিত আরো অনেকেরই) মনের কথা বলে ফেলেন এবং সেটা এমনভাবে বলেন যে আমি নিজেই আমার মনের কথা অত ভালভাবে কোনদিন বলতে পারতামনা। তিনি যেন সত্যিই জ্বিনের বাদশা, অন্তরচক্ষু দিয়ে তিনি বুঝে যান আমাদের মনের কথা কি। এই যে দেখুন উনার স্টিকি হওয়া যুদ্ধাপরাধ নিয়ে পোস্টটা। প্রায় ১ মাস থেকে এই বিষয় নিয়ে পোস্ট দিতে চাচ্ছিলাম, সবার মাঝে কেমন জানি একটা যুদ্ধাপরাধীর বিচার নিয়ে যেই জোয়ারটা এসেছিল সেটা কমে যাচ্ছে।

আ'লীগকে ক্রমাগত চাপে না রাখলে তারা বিচার নিয়ে অবহেলা করবে, তাই জনগনের মাঝে যদি ক্রমাগত চাপ দেওয়ার প্রবণতা না থাকে তাহলে যুদ্ধাপরাধীদের বিচার হবেনা এবারও। আজকে কয়েকদিন পর ব্লগে এসে দেখলাম যে জ্বিনের বাদশাভাই ঠিক একই বিষয়েই পোস্ট দিয়েছেন। আর আমার মনের কথা আমার থেকেও ভালভাবে বলে দিয়েছেন, আবারও। পোস্টে কমেন্ট করতে গিয়ে দেখি অনেকেই উনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আমিও মনে করলাম এই সুযোগ ছাড়া ঠিক হবেনা, একটা পোস্ট দিয়ে কিছু ট্রাফিক আমার ব্লগেও আসুক!!! জ্বিনের বাদশাভাই, আপনি আমার খুবই প্রিয় ব্লগার।

নিয়মিত লিখে যান আর আমাদের আলোকিত রাখেন। শুভ জন্মদিন। May the Almighty shower His infinite mercy upon you and your dear ones!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।