আমাদের কথা খুঁজে নিন

   

ডে লাইট সেভিং টাইম ও আমাদের বাংলাদেশ

oracle.samu@googlemail.com

বিশ্বের অনেক দেশের মত আমাদের বাংলাদেশও ডে লাইট সেভিং টাইম -এর প্রচলন হচ্ছে। প্রাকৃতিক আলো ব্যবহার করে বিদ্যুত্ ও জালানী সাছ্রয়ের একটি বিজ্ঞান সম্মত উপায় হচ্ছে ডে লাইট সেভিং টাইম (DST) । এটি একটি অতি সাধারন পদ্ধতি যেখানে সকালে দিনের আলো কমিয়ে বিকেলে বারিয়ে দেওয়া হয় অর্থাত বর্তমান সময়ের সাথে কিছু অতিরিক্ত সময় যোগ করে দেওয়া হয়। সাধারনত বশন্তের শুরুতে সময় এগিয়ে আনা হয় এবং পরবর্তি শরতের শুরুতে সময়কে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনা হয়। নিউজিলেন্ডের ভেরন হাডসন ১৮৯৫ এ ডে লাইট সেভিং টাইম এর ধারনা দেন। দ্বিতিয় বিশ্বযুদ্ধের সময় জালানী সাছ্রয়ে ডে লাইট সেভিং টাইম সর্বাধিক ব্যবহৃত হয়। বর্তমানে চীন, পাকিস্তান, ইংলেন্ড ও অন্যান্য ইউরোপিয় দেশসমুহে ডে লাইট সেভিং টাইম এর প্রচলন রয়েছে। আশা করি বাংলাদেশে ও আমরা ডে লাইট সেভিং টাইম এর সুফল পাব। ডে লাইট সেভিং টাইম সম্পর্কে আরো জানতে দেখুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।