আমাদের কথা খুঁজে নিন

   

অসৎ উদ্দেশ্যে রেটিং সুবিধার অপব্যবহার প্রসঙ্গে.....

নোটিশবোর্ড

প্রিয় ব্লগার, একটি ব্লগ কমিউনিটি, সামহোয়্যার ইন ব্লগে ব্লগারদের নিজ নিজ প্রতিভার প্রকাশ, অভিজ্ঞতা, সহমত-দ্বিমত, আলোচনা-সমালোচনা, তিক্তমধুর বাক-বিতন্ডা সর্বোপরি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সাইটটিকে জীবন্ত করে রেখেছে প্রতিদিন, যা আমাদের গর্ব। এই বৈচিত্র্যময়তার মধ্যে কারো কারো একাধিক 'নিক' এর উপস্থিতি সম্পর্কে কম-বেশী সবাই জানেন। এই সমস্ত 'নিক' যদি ব্লগের নীতিমালা ভঙ্গ করে আক্রমণাত্মক ও ব্যক্তিস্বাধীনতার অন্তরায় হয় তবে তা মডারেশনের আওতায় পড়ে। আমরা বেশ কিছু ব্লগারের একাধিক নিক ব্যবহার করার ব্যাপারে অবগত আছি এবং সর্বোচ্চ নিরপেক্ষ থেকে বিষয়টি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। সম্প্রতি আমরা বেশ কিছু নিক আমাদের সিস্টেমকে নানান উপায়ে নেতিবাচকভাবে প্রভাবিত করার অপচেষ্টার প্রমাণ পেয়েছি।

এমনকি দলবদ্ধ নিক থেকে কোন কোন পোষ্টে গিয়ে অত্যন্ত স্বল্প সময়ে ব্যাপক হারে মাইনাস রেটিং করে সর্বসাধারণের সুস্থ্য মতামত প্রকাশে বাধা দেয়ার উপযুক্ত প্রমাণও রয়েছে আমাদের কাছে। দলবদ্ধ এই নিকগুলো স্ক্রিপ্ট এর সাহায্যে ক্রমানুসারে তাদের নকল নিক ব্যবহার করে ব্লগ সিস্টেমে লগইন করে এবং মাইনাস রেটিং দিয়ে লগআউট করে। ৬০টি নিক ক্রমানুসারে বিভিন্ন আইপি থেকে(আইপি অ্যাড্রেস পরিবর্তন করে, একই আইপি ব্লক থেকে) আমাদের সিস্টেমে হিট করে। এই পরিস্থিতি নিঃসন্দেহে সুস্থ ব্লগিংএ পুরাতন ও নতুন ব্লগারদের সাইটটি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে সক্ষম। স্বস্তির কথা হচ্ছে, এই সমস্ত দুরাচার কে/কারা/কোথা থেকে করেছেন/করে চলেছেন, এ বিষয়ে সুষ্ঠু ও নির্ভরযোগ্য তথ্য বের করার ব্যাপারে সামহোয়্যার ইন... সিস্টেম যথেষ্ট শক্তিশালী।

আমাদের রেটিং লগের কিছু অংশ এখানে দেয়া হলো.........। এই সমস্ত নকল নিক, স্ক্রিপ্ট এর অত্যাচার থেকে সাধারণ ব্লগারদের রক্ষার জন্য আমরা ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা নিয়েছি এবং শীঘ্রই আরও কিছু ব্যবস্থা নিতে যাচ্ছি যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে... ১। প্রথম পাতায় অ্যাকসেস না পাওয়া পর্যন্ত নতুন ব্লগাররা কোন পোস্টে রেটিং দিতে পারবেন না। ২। স্ক্রিপ্ট চালিয়ে আইপি অ্যাড্রেস এবং নিক পরিবর্তনের মাধ্যমে অনবরত মাইনাস রেটিং দেয়া বন্ধের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনারাই সেই ব্লগার যারা বিশ্বজুড়ে বাংলাভাষায় একটি ব্লগিং কমিউনিটিকে প্রতিষ্ঠিত করেছেন। ভার্চুয়াল হলেও মতবিনিময়ের মধ্য দিয়েই পারষ্পরিক সম্পর্ক ও বন্ধুত্ব স্থাপনে এক অসাধারণ ভূমিকা রেখে চলেছেন। সেই শুরু থেকেই সাইটটির উত্তরোত্তর উন্নয়ন এবং যাবতীয় শুভচর্চায় আপনাদের সচেতনতা, অগাধ ভালবাসা এবং আন্তরিক সমালোচনাই আমাদের সবসময় সহযোগিতা করে আসছে। আপনার মতামতকে অন্যায়ভাবে প্রভাবিত করা এবং ব্যক্তিআক্রমণের অপচেষ্টা প্রতিহত করুন। যাবতীয় অপকর্মের বিরুদ্ধে দাঁড়াবার জন্যে এবং একটি পরিচ্ছন্ন ও সুস্থ্য ব্লগিং পরিবেশ রক্ষায় বরাবরের মতই আমরা আপনাদের পাশে আছি।

ধন্যবাদ। শুভ ব্লগিং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।