আমাদের কথা খুঁজে নিন

   

হায়!! গ্রামীণ ব্যাংক!!!



মাত্র তিন হাজার টাকার ঋণের কিস্তি পরিশোধ না করায় রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বাগমারা এলাকায় সুফিয়া বেগম নামে এক গৃহবধূর গলার চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে গ্রামীণ ব্যাংকের শাখা ম্যানেজার। বাগমারা এলাকার মোস্তফা গাজীর স্ত্রী সুফিয়া বেগম ২০০৭ সালের ৯ নভেম্বর গ্রামীণ ব্যাংক বেলগাছী শাখা থেকে মাত্র ছয় হাজার টাকা ঋণ নেন। সম্প্রতি সূর্যনগরে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখা স্থাপন করা হলে কৃষাণী সুফিয়ার ঋণের সমুদয় হিসাবপত্র ওই শাখায় স্থানান্তর করা হয়। দীর্ঘ সময় নিয়মিত কিস্তির টাকা পরিশোধের পরও ব্যাংকের হিসাবে সুফিয়ার কাছে পাওনা ছিল ৩ হাজার ২২৩ টাকা। এ টাকা আদায়ের জন্য বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংক সূর্যনগর শাখার ব্যবস্থাপক আবদুর রব তার কয়েক সহযোগী নিয়ে সুফিয়ার বাড়িতে চড়াও হয়।

এ সময় তার স্বামী বাড়িতে না থাকায় তিনি কিস্তি দিতে অপারগতা জানালে ওই ব্যাংক ম্যানেজার সুফিয়ার হাতে থাকা মোবাইল ফোন ও গলার চেইন ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। রোববার রাজবাড়ী প্রেসক্লাবে এসে কৃষাণী সুফিয়া বেগম ও এলাকার গণ্যমান্যরা সাংবাদিকদের এ ঘটনা জানায়। পরে গ্রামীণ ব্যাংক রাজবাড়ীর এরিয়া ম্যানেজার আবু বকর ও অভিযুক্ত সূর্যনগর শাখা ম্যানেজার আবদুর রবও প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তবে ব্যাংক ম্যানেজার মোবাইল ফোন নেয়ার কথা অকপটে স্বীকার করলেও চেইন নেয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।