আমাদের কথা খুঁজে নিন

   

অষ্টম শ্রেণী পর্যন্ত একই শিক্ষা ব্যবস্থা চালু হবে : রাশেদ খান মেনন



অষ্টম শ্রেণী পর্যন্ত একই শিক্ষা ব্যবস্থা চালু হবে : রাশেদ খান মেনন জাতীয় সংসদের শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বলেছেন, দেশে অষ্টম শ্রেণী পর্যন্ত একই পদ্ধতির শিক্ষাব্যবস্থা প্রবর্তন করা হবে। গত শনিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ মিলনায়তনে জেলা ছাত্রমৈত্রী আয়োজিত আঞ্চলিক শিক্ষা সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গত তিন দশকে দেশের শিক্ষাব্যবস্থায় সাম্প্রদায়িকতা ঢুকেছে ও বাণিজ্যিকীকরণ হয়েছে। ওই পরিস্থিতি বদলে একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা চালুর সময় এসেছে। তথ্যসূত্রঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।