আমাদের কথা খুঁজে নিন

   

লাভ স্টোরি ইন্টারনেট~~ পার্ট-৮

ভালো লাগে লিখতে তাই লিখি..............

ঝিরঝিরে বৃষ্টি ঝরা সন্ধ্যা......নিজের সবচেয়ে প্রিয় বেলকনিতে দাড়িয়ে যতটা সম্ভব হাতটা বাইরে বাড়িয়ে দেয় পুষ্পা, বৃষ্টির ফোটায় হাতের তালু ভিজে উঠে সাথে সাথে মনটাকেও ভিজিয়ে দেয় নিমেষ। ঘড়িতে চোঁখ পড়ে, ভাবে এখন হয়তো ওকে পাওয়া যাবে....... পরশু টার্ম পরীক্ষা শেষ হয়েছে, এখন পুরো অবসর,এক কাপ গরম কফি করে নিয়ে পিসিটা অন করলো সে, হ্যাঁ ঠিকই অনলাইনে আছে সজীবের আইডি, আইডিটাকে উজ্জল হয়ে দেখলেই খুশি খুশি লাগে কিন্তূ সবসময়ের মত অদ্ভুদ কারনে উচ্ছাসটাকে গোপন রেখে নক করে -হ্যাই, কেমন আছ? =হুমম এই তো একরকম -আমার লাস্ট গানটা কেমন লাগলো? =ভালো -কি করো? =গান শুনি BUZZ -কি ব্যাপার ব্যস্ত নাকি =নাহ, আছি কেমন একপেশে সব উত্তর, পু্ষ্পা চিন্তায় পড়ে -কি কিছু হয়েছে নাকি? এমন করে কথা বলছো যে? =তো কিভাবে কথা বলতে হবে? -না তুমি তো নরমালি এভাবে কথা বলনা =হু বলি না, but এখন থেকে বলবো সজীব ওয়েবক্যাম শো করে, webcam request accept করে পুস্পা, এর আগে করেকটি ছবি আর একদিন ক্যামচ্যাট হয়েছিল, আজ ভাল করে দেখে সবুজ টি শার্ট পড়া সজীবকে একটু বেশী ফরসা গায়ের রংটা নিজে অত ফরসা না বলে বরং রাগ লাগ তবে মুখটা কেমন যেন বেশী গম্ভির কি কার হতে পারে বলে চিন্তা করছে যখন পুস্পা তখন সজীবের মেসেজ আসে -আজই তোমার সাথে আমার লাস্ট চ্যাট, তাই ক্যাম শেয়ার করলাম হঠ্যাৎ এ কথা বড্ড বেশী হ্তবাক করে মেয়েটাকে, চোখে আঁধার দেখা, পৃথিবী দুলে উঠা এসব ডায়লগ গল্প উপন্যাসে পড়েছে, কিন্তু সবগুলো আজ নিজে feel করে। কিছুটা সময় পর ধাক্কা কাটিয়ে এক গাদা প্রশ্ন ছুঁড়ে দেয় - মানে? কেন? কি অসুবিধা? কি হয়েছে, এমন কেন বলছো =অনেক অসুবিধা, নিজেকে তুমি সবসময় লুকানোর চেষ্টা কর -আমি! কই ?! কি লুকিয়েছি? =আমার কাছ থেকে নিজের ফিলিংস, নিজেকে always hide করে রাখো এই আড়াল করা, পালানো কেন? -আমি, না আসলে মানে .............বলো কি জানতে চাও? =আমি যা জিঞ্জেস করবো, তার সঠিক উত্তর কি দিবে? -আগে বল কি প্রশ্ন? =নাহ ঠিক ঠিক উত্তর দিতে হবে, বলো দিবে ? -হু =হু কি? আমি যতবার জানতে চেয়েছি , তুমি লুকিয়েছো। আজকে সব বলতেই হবে, নইলে এটাই হয়তো আমাদের শেষ চ্যাট হবে -আচ্ছা সব ঠিক ঠিক বলবো =তুমি আমাকে লাইক কর -হুমম =কিভাবে করো? -মানুষ মানুষ কে যেভাবে করে =নাহ , বিশেষ কোন ভাবে করো কি -আরে এটা কি? আমাকে কাঠগড়ায় দাড় করানো হয়েছে নাকি? নিজেতো থিক-ই সব যেনে নিচ্ছেন , আমার কি প্রশ্ন থাকতে পারে না =ওকে করো -আপনি আমাকে লাইক করেন =হু -কি হিসেবে? =জানেমান হিসেবে, তুমি? -আমি তাহলে জানের হালুয়া হিসেবে =কি রকম লাইক করো? -উমমম লবণের মতন তুমি কি রকম লাইক করো? =আমি তোমায় রকম ছাড়া লাইক করি -হুমম অনেক প্রশ্ন হয়ছে আর না =উহু শুধু একটা লাস্ট প্রশ্ন বাকি -নাহহহহহহহহ পুষ্পা খুব ভাল করে বুঝে সে প্রশ্ন কোন প্রশ্ন, লজ্জায় সংকোচে তাই তীব্র ভাবে বাঁধা দিতে থাকে কিন্তূ তার আগেই করে ফেলে সে প্রশ্ন =DO YOU LOVE ME? -দেখুন আমি আপনাকে অনেক অনেনেনেনেক অনেনেনেনেনেনেক বেশি লাইক করিতারপরও যদি আপনি আরও কিছু শুনতে চান , আমি বলতে পারবোনা এটা শুনে যদি আর চ্যাট না করেন আমি কি করবো সেই গম্ভিরতা অনেক আগেই কেটে গিয়েছিল সজীবের,পুষ্পা দেখে লাস্ট মেসেজটা পেয়ে অনাবিল এক পবিত্র হাসিতে ভরে উঠেছে ওর মুখটা শুধু এটাই বলে =ধ্যুর পাগলী বলতে এত দেরী করলে কেন .................................... সমাপ্ত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।