আমাদের কথা খুঁজে নিন

   

ভালো লাগার গান

ক খ গ ঘ ঙ

কেউ কেউ আমাকে একটা নাম দিয়েছিল - রোবট। কথাটা আসলেই সত্যি। সেই আমার কি যে হল, গত দুই দিনে চার চারে আট ছত্র কবিতা লিখে ফেললাম। ভালো খারাপ যাই হোক, এগুলো আমার মন ভালো থাকার স্মৃতি। তাই এগুলো রেখে দিলাম সামুর পাতায়।

(১) বরফ গলা হিমেল জলে নির্ঝরিনীর সূর রৌদ্র দাহে তপ্ত ধরায় শান্তি সুমধুর। সান্ধ্য সমীর দোলায় সাগর, হৃদয় সপ্নাতুর প্রিয়ার হাতে হাতটি তখন, দৃষ্টি বহুদূর। (২) ফুলেল পাহাড় বনে, গুনগুনি আনোমনে চেয়ে দেখি ছায়াময় তরুলতারাজি। পাহাড়ের নদী-জল, বয়ে যায় কলকল শান্তির সুধা ধারা হৃদে মোর আজি (৩) তুই যে আমার মনের কবি কথায় আকিস প্রাণের ছবি। ব্লগের পাতায় তোর লিখা গান অরুন আলো ছড়ায় রবি।

প্রাণের কোনের গহীন বেদন তোর লিখাতে পায় যে সারা। তোর বুনা সুর ছন্দ আনে আনন্দে হই আত্মহারা। (৪) যদি কখনো সূর্য্যেরা নিভে যায়, উত্তাল ঢেউয়ে চরাচর হয় লীন। মানুষ তাতে কি হাল ছেড়ে দেয়, বলো? বুকে বাজে তার নিত্য বিজয় বীন। (৫) জানিনা তো! কখনো ভাবিনা আর, ভালো থাকা কারে কয়? স্মৃতির অতলে হারাতেই হবে, সে অতীত হীরন্ময়।

(এটি যোগ হলো প্রিয় ব্লগার সহেলীর কবিতা পড়ার পর)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.