আমাদের কথা খুঁজে নিন

   

তার ঘুমন্ত মুখের দিকে

Sad Cafe

তার ঘুমন্ত মুখের দিকে তার ঘুমন্ত মুখের দিকে তাকালে মনে হয় ঘড়িদেরও একটা নিজস্ব গান আছে। সময়ের চরকায় লেখা আছে আমাদের নিবিড় বেদনার বোধ। ঘূর্ণনের কৃৎকৌশল! তার ঘুমন্ত মুখের দিকে তাকালে মনে হয় সাইকেল হারানো বিজন বালকেরা শোকাবহ দাঁড়িয়েছে এসে এক মৌন পাহাড়ের নিচে। সময়ের পারদে লেখা আছে কতোশতো নদীর প্রবাহন! তার ঘুমন্ত মুখের দিকে তাকালে মনে হয় আহত ঘড়ির কাটায় লেগে আছে রোদ্দুর, বৃক্ষের নির্যাস, টোটেমের অনন্তঅসীম এক বিপুল গুণাগুণ। ---------------- আন্দালীব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।