আমাদের কথা খুঁজে নিন

   

মেয়ে বন্ধুর প্রথম ব্লগ র্দশন



বিগত ১ বছর ২ মাস আগে উনার সাথে আমার প্রথম কথা। মাধ্যম: মোবাইল ফোন পরিচয় সুত্র : ফোন নাম্বার নিয়ে ফাযলামো করতে যায়া ধরা খাওয়া। দেখা : এখনও হয় নি। (হবে কিনা জানি না!!!) সম্পর্ক : বন্ধুত মুলক কথা-বার্তার মধ্যে সীমাবদ্ধ। (প্রেম হয় নি এখনও) কারণ : মেয়েদের সামনে যেতে প্রচন্ড় ভয় হয়।

লজ্জা লাগে। নাম : ফারহা... উনাকে নিয়ে ব্লগ লেখার কারন : আমি নেটে কি করি, নি করি তা নিয়ে উনার অনেক আগ্রহ। ফেসবুক,চ্যাটিং করি কিনা জানতে চান। মাস চারেক আগে উনাকে জানালাম যে আমি ব্লগ লিখি। ব্যাপারটার সাথে উনি মোটেও পরিচিত ছিলেন না।

তাই, আর ব্লগ সম্পর্কে তেমন কিছুই বলেন নি। কিছুদিন আগে উনি একটি প্রাইভেট বিশ্ব-বিদ্যালয়ে বিবিএ তে ভর্তি হয়েছেন। পড়াশুনার কাজে উনি ইদানিং ইন্টারনেটে ঢুঁ মারা শিখছেন। ই-মেইল খুলা শিখেছেন। যাই হোক, গতকাল তিনি আমার ব্লগ কিভাবে দেখা যায় জানতে চাইলেন।

আমি উনার মেইলে আমার সামু ব্লগের লিংক পাঠিয়ে দিলাম। আগামী শনিবার তিনি আমার ব্লগে ঢুকবেন । আমার লেখা গুলা মনে হয় পড়বেন... আমার কেমন যেন লাগছে। বুঝাতে পারব না আপনাদের। স্বাগতম উনাকে আমার ক্ষুদ্র লেখার জগতে... সবশেষে আমার বন্ধুকে বলব- ফারহা... তুমি খুব ভাল একজন মানুষ।

তোমার অনাগত জীবন মংগলময় হোক। ধন্যবাদ ও শুভ সকাল সকল কে। তানিম-ই ই ই ২৯-০৫-০৯ *** এই পোস্ট টি রাতে একবার দিছিলাম। অনেক বানান ভুল ছিল। সঙ্গত কারনে রিপোস্ট***


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.