আমাদের কথা খুঁজে নিন

   

দুখ আমার সুখ যে তোরি

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

দুখ আমার সুখ যে তোরি ভেবেছিলাম তোর দুখের মাঝে আমি বোধহয় স্বল্প সুখের বৃষ্টি এখন দেখছি উল্টো পুরো স্বল্প স্বল্প সুখের মাঝে পাথর প্রমাণ দুঃখই করেছি সৃষ্টি; এরপরও এই নিজেকে আর যায়কি ভালবাসা জীবন আমার নিজের মাঝে হারায় আপন ভাষা। কণ্ঠ আমার তীব্র হলেই সে তোর তরে কি আর ... আপন ভ্রান্তি যন্ত্রনা দেয় রাগি যে তাই বারবার... হয়তো তোর ঐ কর্ণ মাঝে তপ্ত সুধার বাণী পৌঁছে দিয়ে কষ্ট তোরই সুখকে মাড়ায় মানি; তবুও তো মানতো যে মন দুখ আমার দুখ তোরই-- চিনে নিয়ে হতোই সুখি; আজ বললি মিথ্যে তারি সুখ যে তোরি স্বর্গ তরি দুখ আমার, একাই দুখি। ২৮/০৫/০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।