আমাদের কথা খুঁজে নিন

   

গোলাপ ফুলের বিভিন্ন রংয়ের বিভিন্ন অর্থ (২)

wanna know and show everything I can......
গোলাপ ফুলের বিভিন্ন রংয়ের বিভিন্ন অর্থ (১) View this link হলুদ গোলাপের অর্থ আদিকালে হলুদ রংয়ের গোলাপ ফুল ঈর্ষার প্রতীক হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে হলুদ রংয়ের গোলাপ বন্ধুত্ব, বাড়ির সুখশান্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। "দূঃখিত" অর্থ প্রকাশের জন্যও হলুদ গোলাপ ব্যবহৃত হ্য়। সাদা গোলাপের অর্থ সাদা গোলাপ সাধারনত নিরীহ, পবিত্রতা, সরলতা, সততা, অনুরাগ ইত্যাদির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটি সাধারনত বিবাহের অনুষ্টানে প্রচুর পরিমানে ব্যবহার হয়ে থাকে।

পিংক গোলাপের অর্থ সাধারনত, পিংক রংয়ের গোলাপ এবং পিংকের সাথে ভিন্ন ভিন্ন রংয়ের মিশ্রিত গোলাপ ফুল রোমান্স, সৌন্দর্য, শালীনতা, সুশ্রী, আনন্দ, উল্লাস এবং প্রত্যাশার প্রতীক। গাঢ় পিংকের গোলাপ অথবা তীক্ষ্ণ পিংক রংয়ের গোলাপ কৃতজ্ঞতা বা ধন্যবাদ প্রদানের প্রতীক। পিংক এবং লাল গোলাপের মিশ্রিত ফুলের তোড়া রোমান্টিক অংশীদারিত্বকে নির্দেশ করে। কমলা রংয়ের গোলাপের অর্থ কারো জীবনের বিরাটরকমের অর্জন কমলা রংয়ের গোলাপ দ্বারা প্রকাশ করা হয়। তাই, বিভিন্ন ডিগ্রী অর্জন বা চাকরির প্রোমোশনে কমলা রংয়ের গোলাপ দেওয়া হয়।

পীচ রংয়ের গোলাপের অর্থ পীচ রংয়ের গোলাপ সাধারনত কৃতজ্ঞতা বা ধন্যবাদ বাহী বার্তা হিসেবে ব্যবহৃত হয়। তাই কেউ যদি কাউকে ধন্যবাদস্বরুপ বার্তা পাঠাতে চাই তখন পীচ রংয়ের গোলাপ পাঠিয়ে দেয়। পার্পল রংয়ের গোলাপের অর্থ পার্পল রংয়ের গোলাপ শাশ্বত ভালোবাসার প্রতীক। লাভেনডার বা লিলাক রংয়ের গোলাপ ফুল সত্যিকার ভালোবাসার শুরুকে নির্দেশ করে। পার্পল রংয়ের গোলাপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিবাহবার্ষিকীতে(২৫ বছর বা তদূর্দ্ধ)।

অন্তরঙ্গ মূহুর্তে সাধারনত খুব গাঢ় পার্পল রংয়ের গোলাপ ব্যবহৃত হয়। কালো গোলাপের অর্থ কালো গোলাপ সাধারনত মৃত্যু বা দূঃখের প্রতীক। তাই কালো গোলাপ সবচেয়ে বেশি অন্তেষ্টিক্রিয়া বা সমাধিস্থলে প্রদান করা হয়। কালো গোলাপ ভূল বুঝাবুঝি সৃষ্টি করতে পারে। তাই কালো গোলাপ কাউকে দেওয়ার আগে লোকটির বিশ্বাস সম্পর্কে ভালো ধারনা থাকা খুব দরকার।

এই হলো গোলাপের বিভিন্ন রং সম্পর্কে আমার তথ্য। এখানে যদি তথ্যগত বা বানানে বা বাক্যে ভুল থাকে তাহলে আমাকে ভুল শোধরিয়ে দিলে আমি খুব খুশি হবো। ধন্যবাদ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।