আমাদের কথা খুঁজে নিন

   

বই লিখবেন ইয়াজউদ্দিন; আসেন আমরা তার জন্য বইয়ের নাম ঠিক করে দেই...



বাংলাভিশনে এক সাক্ষাৎকারে আলোচিত প্রেসিডেন্ট, শিক্ষক, যার নামে ষোল কোটি টাকা দামের কলেজ আছে, সেই মহান মানুষ ইয়াজউদ্দিন আহমেদ সাহেব একখানা গ্রন্থ রচনার ইচ্ছা প্রকাশ করেছেন। আসুন এই মহান ব্যাক্তির মহান কাজে আমরা হাত লাগাই, তাকে সহায়তা করি। তার জন্য বইয়ের নাম উপহার দিই ... যদি তিনি উপকৃত হোন...কারন এই জরুরী অবস্থা এনেতো আর কম উপকার করেননী দেশের... এখানে আমার প্রস্তাবিত কিছু নাম ... গ্রন্থনামা-১ : পুতুল নাচের ইতিকথা গ্রন্থনামা-২ : বঙ্গভবণ থেকে আমি বলছি গ্রন্থনামা-৩ : একদিন প্রেসিডেন্ট ছিলাম রে গ্রন্থনামা-৪ : অর্ধেক জীবন+অর্ধেক জীবন গ্রন্থনামা-৫ : ছোটদের ইয়াজউদ্দিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।