আমাদের কথা খুঁজে নিন

   

Help দরকার: PC ShutDown করলে Restart হয় কেন ?



আজকাল ঘন ঘন কারেন্ট যায়, আমার ইউপিএস ৩ বছরের পুরানা..আগে ৩০ মি. বাকআপ দিলেও এখন ২/৪ মি. এর বেশি দেয় না... ঃ( . এমনি আমার পিসি ঠিক আছে কিন্তু কারেন্ট গেলেই ভাজাল শুরু হয়ঃ যেমনঃ-- ১। কারেন্ট গেলো, আমি PC Shut Down করলাম কিন্তু Shut Down না হয়ে PC Restart হয়ে যায়, প্রতি ১০ বারে (মানে কারেন্ট গেলে পিসি অফ করতে গেলে) অন্তত ৭/৮ বের এমন হয়, বাকি ২/৩ বার হয়তো কপাল ভালো থাকলে Shut Down হয়... ২। মাঝে মাঝে কারেন্ট গেলেই পিসি ১ মি. পরে দেখা গেলো Shut Down করতে যাবো, কিন্তু Shut Down এ ক্লিক করার আগেই পিসি Restart হয়... আজব এক প্রব্লেম রে ভাই... কেও পারলে সমাধান দেন. এই প্রব্লেম কিন্তু সবসময় হয় না, শুধুমাত্র কারেন্ট গেলেই হয় ঃ(ঃ(

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।