আমাদের কথা খুঁজে নিন

   

হে আল্লাহ ব্লগের সব নাস্তিকরে তোমার গোলাম বানাইয়া দাও (আমীন)



আমার যে কী হইল ? খালি বিশ্বাস ছুইটা যাইতে চায় । কোন কিছুতেই আর বিশ্বাস নাই । সব কিছুতেই কেন জানি যুক্তির কষ্টিপাথরে ঘসিয়া ঘসিয়া উহার মাজেজা বাহির না কইরা থাকতে পারিনা । হযরত আলীর (নবীজি নিজে কইছেন, আমি জ্ঞানের শহর আলী তার দরজা)একটা হাদীসে পড়ছিলাম ইসলামের মইধ্যে যুক্তির চেয়ে বিশ্বাসের স্থানই বেশি । আবার নুরুল আনোয়ারে পড়ছি এইটা বাইনাল এফরাত এবং তাফরিত ।

মধ্যপন্থা । আলীয়া আলী ইজেতবেগবিচের ইসলাম বিটুইন ইস্ট এ্যান্ড ওয়েস্টেও এইডা (ইসলাম) রে ভাববাদ এবং বস্তুবাদের যৌথসর্জন হিসাবে দেখানো হইছে । ধর্মের ম্যালা বই পইড়া একসময় নিজেরে ইসলামী চিন্তাবিদদের মত মনে হইত । এমন অনেক প্রশ্নের সমাধান আবিস্কার করছিলাম যা অনেক বড় বড় বেডায়ও দিতে পারেনাই । আধুনিক ইসলামী চিন্তাবিদদের সব গুণ নিজের মইধ্যে দেইখ্যা কী রকম শান্তিই না পাইতাম ।

ধর্মের বই পড়িলেই ধার্মিক হওয়া যায়না । তাইলে কি আমিও ধার্মিক থাকতাম পারুম না ? আল্লায় যদি কারো অন্তরে সিল মাইরা দেয় হে নাকি আর ইহ জিন্দেগীতে হেদায়েত পাইতে পারেনা । আমি এমন কী দুষ করছি যে আমার অন্তরে আল্লায় সিল দিব ? যত দুষ ব্লগের নাস্তিক গো । এরা এমন সব যুক্তি আমার সামনে আনছে আমার ঈমানডাই না শেষমেশ শেষ হইয়া যায় ! ও আল্লাহ গো আমি এখন কী করতাম ? আমারে কেডায় কইছিল নাস্তিকগো লগে ব্লগাইতে ? এর আগেও আমার ঈমান একবার যাই যাই করছিল । টাইফয়েড, টিবি আর বোন টিবির সাহায্যে আল্লাহ আমারে সে যাত্রা বাঁচাইছিলেন ।

এইবার ও কি তাইলে সেইরাম কোন অসুখ অপেক্ষা করতাছে ? নাকি এবার সত্য সত্যই নাস্তিক হইয়া যামু ? আমার হলের সাদী ভাইরে যখন দেখতাম আল্লাহরে গাইল পাড়তাছে তখন খুব খারাপ লাগত । কিন্তু যেইদিন পেটের ব্যাথায় অস্থির হইয়া চিল্লাইতাছিল 'ও আল্লাহ বাঁচাও'- আমার হাসি পাইতাছিল । নাস্তিকও আল্লারে ডাকে ? আমি তো দেখি অসুখ না থাকলেই আমার মইধ্যে নাস্তিকের ব্যারামডা দেখা দেয় ! তাইলে কি সব আস্তিকরা অসুস্থ ? আর সব নাস্তিকরা সুস্থ ? বিপদে পড়লেই কেবল ধর্ম আর আল্লাহ ? আগে হুনছি মরার সময় শয়তান হারামী খালি ধোকা দেয় । ঈমান নিয়া মরন খুব কঠিন কাজ । এখন তো দেখি মরার আগেই ব্লগের নাস্তিকগো ধোকাবাজিতে বেদিশা হইয়া আমার ঈমান যওনের জোগাড় ।

তাইলে মরার সময় কী অবস্থা হইব ? হে আল্লাহ আমারে ঈমান নিয়া মরনের তওফিক দাও । ব্লগের নাস্তিকগো ধোকাবাজি থেকে আমাকে পানাহ দাও । শয়তানের কুমন্ত্রনা থেকে মুক্তি দাও । আর আমারে সেই শক্তি দাও যাতে ব্লগের সব নাস্তিক গো তোমার গোলাম বানাইয়া দিতাম পারি । হে আল্লাহ ! ব্লগের সব নাস্তিকরে তোমার গোলাম বানাইয়া দাও ।

আমীন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।