আমাদের কথা খুঁজে নিন

   

তারেক,জয়নাব,ওয়াল্টার আর মৌনার অসাধারণ ১ গল্প,The Visitor (2008 film)

হারাতে চাই নিঃষীম আধারে,ডুবে যেতে চাই নিকশ কালোয়....যদি তোমায় না পাই আলোয়.........

আমার সম্প্রতি দেখা অসাধারণ ১ টি ছবি। মুলত অবৈধ অভিভাসনকারী কিছু মানুষের নানা সমস্যার সম্মুখীন হওয়া নিবিড় এক মানবিক গল্প ফুটে উঠেছে এই ছবি তে। ইকনোমির প্রফেসর ওয়াল্টার তার প্রতি দিনের গতানুগতিক জীবন ধারায় ক্লান্ত। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি তে কনফারেন্স যোগ দেয়ার জন্যে ম্যানহাটন এ কেনা তার নিজের ফ্লাট এ উঠতে গিয়ে টের পায় ,সেখানে অবৈধ ভাবে বাস করছে দুই অবিবাহিত মুস্লিম নরনারী। তাদের কাছে জিজ্ঞাসাবাদে জানতে পারে যে,অন্য এক জন লোক ফ্লাট টি কে তার নিজের দাবি করে ভাড়া দিয়েছে এই দুই মুসল্মানের কাছে।

তারা তখন ই ফ্লাট ছেড়ে চলে যেতে নিলেও,অজানা কোন ১ মায়ায় ওয়াল্টার তাদের অন্য কোথাও বাসা না পাওয়া পর্যন্ত তার বাসায় থেকে যেতে বলে। এভাবেই ওয়াল্টার জানতে পারে তারেক আর তার গার্লফ্রেন্ড জয়নাব এর ব্যাপারে,জানতে পারে,তারেক ১ জন মিউজিশিয়ান। মিউজিক পাগল ওয়াল্টার তাই তার কাছে ড্রাম বাজানো শিখতে শুরু করে। উচু মানের সব ইকোনিক কনফারেন্স এর চাইতে তাকে আকৃষ্ট করে তারেকের সাথে পথে বসে ড্রাম বাজাতে!! তারেক আর ওয়াল্টারের নিবিড় অদ্ভুত এক বন্ধুত্ত। কিন্তু বিধি বাম! পুলিশের কাছে ধরা পড়ে যায় তারেক আমেরিকায় অবৈধ বসবাকারী হিসেবে।

সেনেগালের মেয়ে জয়নাব দিশেহারা হয়ে যায় কারন তারো কোন গ্রিন কার্ড নেই,সে তারেকের সাথে দেখাও করতে যেতে পারবে না। ওয়াল্টার ঠিক এমন সময় তারেকের পাশে গিয়ে দাড়ায়। নিয়ম করে প্রতি দিন তারেকের সাথে দেখা করতে চলে যায় েজলখানায়। মিশিগান থেকে তারেকের মা মৌনা চলে আসে আমেরিকায় তার ছেলের মোবাইলে খোজ না পেয়ে। ওয়াল্টার তাকে তার সাথে থাকার অনুরোধ জানায় যেহেতু মৌনার কেউ নেই আমেরিকায়।

তারা দুজন মিলে একত্রে তারেক কে রক্ষা করতে গিয়ে আবিষ্কার করে,তারা কত টা আপন হয়ে গিয়েছে। এভাবে আইনের হাতে আটকে পড়া মানবিকতার অনবদ্য এক চিত্রায়ন,The Visitor। ২০০৮ এ আমার দেখা এই অসাধারন ছবি টা কেন অস্কার এ বেস্ট মুভি নমিনেশনে আসলো না,আমার বুঝে আসে না। Richard Jenkins এ ছবির জন্য বেস্ট অভিনেতার নমিনেশন পেলেও তারেকের চরত্রের রুপদানকারী Haaz Sleiman এবং তার মার ভুমিকায় Hiam Abbass ও কেন পার্শ অভিনেতার নমিনেশন পেলো না,তাও বুঝি না। তবে যাই হোক,অনেক টা আন্ডার রেটেড এই মুভি টা দেখলে আপনাদের ভালো লাগতে পারে হয়তো,বিশেষ করে আমাদের দেশের মানুষেরা অনেকেই এমন পুরিস্থিতির সামনাসামনি হন,এই দৃষ্টীকোণ থেকে দেখলেও।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।