আমাদের কথা খুঁজে নিন

   

একশ দিন



আমরা সাধারন বন্ধু ,সাধারন বন্ধুত্ব । জানি না এই না বোঝা না দেখা দিন গুলো তাহলে কি । ২১/৫/৯: গায়ে পরে কথা বলা ভালো লাগে না । অথচ মিঠু ছেলেটা বার বার এমন টাই করে । তবুও ভালো লাগে ওর কেয়ার নেবার ভাবটা ,অদ্ভুত কথা বলা ।

বিশ্বাস করো ওর পাশে চুপচাপ বসে থাকাটা অসম্ভব । যতটা দূর দূর করছি ওর জোকসকে ততই নতুন নতুন ভাবনা গুলো ও আমার মাথার ভিতর ড়ুকিয়ে দেয় । কেনও ?কিন্তু তোমাকে আমি বিশ্বাস করি না । তুমি ১টা ফটকু ২৩/৫/৯: ভেবেই গিয়েছিলাম মিঠুর সাথে কথা বলবনা । সিটে বসলাম,নাক বরাবর সামনে মিঠু ।

ওর গায়ে বিদঘুটে রং ,হলুদ । হলুদ হিমু । i lov himu but i hate yellow man.মিঠু তুই একটা বলটু । ২৫/৫/৯ : লক্ষ্য করলাম ,আমি শুধু শুধুই মিঠু কে বকছি, রাগ করছি । রাগ করবই না কেনও আজ আমার চুলের কাটা খুলে নিয়ে গেলো ।

আমি বোকা বনে গেলাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।