আমাদের কথা খুঁজে নিন

   

ছবির খেরোখাতা:: এবারের বিষয়: তুষাররাণী



খুব গরম পড়েছে তাই না? সবার কথা ভেবেই দিলাম মাসতিনেক আগে শীতে আমার তোলা কিছু স্নো-ফলের ছবি। না না, এটি কোন ফল নয়, এটি হল তুষার ঝড় বা বৃষ্টি। লেবুর শরবত খেতে খেতে ছবিগুলো দেখুন আর এই গরমের মধ্যে উপভোগ করুন হিমশীতল পরশ। তো চলুন দেখি। দলোমিতির চূড়াতে জমে থাকা ধবল তুষার দলোমিতির স্কি গ্রাউন্ডে পুরু বরফের লেয়ার আমার রুমের জানালা থেকে তোলা ছবি, মেঘগুলোও এত্ত নিচে! রুম থেকে দেখা প্রচন্ড তুষার ঝড় রুমের জানালা দিয়ে দেখা আরেকটি তুষার ঝড়ের দিন সেদিন কয়েক ইঞ্চি পুরু বরফ জমেছিল রাস্তাতে।

ঝড়ের পরে বাইরে বেরিয়েও ছিলাম। পত্রপল্লবহীন গাছগুলো তুষার মেখে ধবল হচ্ছিল। রাতে তোলা তুষারবৃষ্টির ছবি। আলো মাখছে ধবল তুষার। রুমের জানালার ভেতর থেকে তোলা তুষার রাতের ছবি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.