আমাদের কথা খুঁজে নিন

   

তোমার সম্পূর্ণ মুখ কিংবা বিষয় ঃ ব্যক্তিগত চলচ্চিত্র

আমি যেন এক মেঘ হরকরা

তোমার সম্পূর্ণ মুখ আবছায়া মতো একান্ত ঘুলঘুলিতে সমূহ বর্ণচ্ছটা নিয়েছে শুষে স্মৃতিভ্রংশ নারকোলেপসির কাল, গাঢ় হাইওয়েতে ঝটিতি হেডলাইটের মহিমায় সাদাকালো হাসি মোড়ানো দেখি স্বচ্ছ-হয়ে-আসা ঠোঁটে। রাতের চাদরে গুটিসুটি ঘরের ছাদে খোলা আঁতিপাঁতি দু'চোখে তোমার পোর্ট্রেট কী নাচার এই ‘স্মৃতিচর্চা’ শব্দবন্ধ, জন্মান্ধ ঘরানা তার! সবচেয়ে মানবিক সেলুলয়েড জানি তুমিময় সময়টুকু ; আর্কাইভে জমা করা গেলে সম্পাদনাহীন যোজনদীর্ঘ এইসব শিল্পিত রীল- আমৃত্যু বিরহের দিনগুলো হতো তোমার রেট্রোস্পেকটিভ উৎসব। খুঁজতে খুঁজতে উতরোল এই রাত ; নিদেনপে সাঁটলিপি জানা থাকলেও তোমার প্রতিটি ঘন্টা মিনিট সেকেন্ডের চিত্রনাট্য করা যেত রচনা। তোমার সম্পূর্ণ মুখ নিয়ে হাউসফুল প্রেক্ষাগৃহ হয়ে যেতাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.