আমাদের কথা খুঁজে নিন

   

"মা" , ই- ম্যাগাজিন চাই

D:\mobile pics\MAN UTD\ManchesterUnited-1

এই বছর মা দিবস উপলক্ষ্যে আমরা ব্লগার ভাই ও বোনেরা কিন্তু মনের সমস্ত আবেগ দিয়ে মায়ের প্রতি আমাদের অফুরান ভালবাসার প্রমাণ রেখেছি। আমি নতুন ব্লগার, তাই গতবারের কথা জানি না, কিন্তু এইবার লেখাগুলো মনে হয়েছে এই লেখগুলোর সংকলনই হতে পারে আমাদের মায়েদের জন্য সবচেয়ে বড় উপহার। জন্মের দশমাস আগে থেকে নিজের পেটে ধরে আমাদের জীবনদানকারিনী, অসহ্য যন্ত্রণা দাঁত চেপে হজম করে আমাদের প্রসবকারিনী, জন্মের পর থেকে আজ অব্দি সকল সুখে দুখে আমাদের সবচেয়ে বড় সংগিনী। আমাদের সাফল্যে সবচেয়ে বেশী গর্বিনী, আমাদের দুঃখে সবচেয়ে বড় স্বান্তনাদানকারিনী, সৃষ্টিকর্তার কাছে সবসময় যিনি আমাদের জন্য অশেষ দোয়া চেয়ে বেড়ান, তাঁর মুখের একটু স্বর্গীয় হাসির জন্য আমরা তো এইটুকু করতেই পারি। স্বপ্নজয় ভাইয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে আমার এই পোষ্ট। এই চমৎকার উদ্যোগটি যেন বৃথা না যায়। আমি আমার মায়ের হাতে এই ম্যগাজিনের একটা কপি তুলে দিতে চাই। তার মুখের অপার্থিব হাসি, চোখের কোনে খুশির অশ্রুফোঁটা দেখতে চাই। আমাদের শ্লোগান হোক, "মা" ই-ম্যাগাজিন চাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।