আমাদের কথা খুঁজে নিন

   

ছোটদের পত্রিকা মাসিক গোলাপকুঁড়ির নতুন সংখ্যার জন্য লেখা দিন...

শিশুতোষ যে কোন রচনা।  

গোলাপকুঁড়ি পত্রিকার নতুন সংখ্যা প্রকাশ হতে যাচ্ছে শিগগিরই। লেখা দিন শিশুকিশোর বিষয়ক যেকোনো লেখা [ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, রহস্য কাহিনী, সায়েন্স ফিকশন, সাধারণ জ্ঞানসহ আরও আরও লেখা। ]। শিশুকিশোরদের মানসিক বিকাশের অবস্থা উন্নতি করার ব্যবস্থা বাংলাদেশে এভেইলেবল নয়।

একটা শিশুর জন্য আমরা কম টাকা খরচ করি না। কিন্তু এমন কম বাবা-মা-ই আছেন যারা শিশুকে তার মানসিক বিকাশের জন্য একটা গল্পের বই কিনে দেন। আমাদের দেশের বেশির ভাগ বাবা-মার-ই ধারণা গল্প-উপন্যাস-থ্রিলারের বই শিশুদেরকে পড়ালেখার প্রতি আগ্রহ কমিয়ে দেয়। ব্যাপারটা সম্পূর্ণ ভুল। একটা শিশুকিশোর সবসময় কঠিন বাইন্ডিংসে থাকতে চায় না, পাঠ্যবই নিয়ে মেতে থাকতে তার মন চায় না।

মন বিষিয়ে উঠে। এই সময়ে তার হাতে মাঝে মাঝে এক দুটা গল্পের বই এলে সে মজা পায়। পড়া রিডিং ফর প্লেজার যখন হয়, তখন আর পড়ালেখায় শিশুকিশোর বোরিং ফিল করে না। আমার মনে হয় বাবা-মার এই ব্যাপারটা বুঝতে হবে। বিস্তারিত_ http://www.golapkuri.com


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।