আমাদের কথা খুঁজে নিন

   

গ্রহের নাম নিয়ে একটা ধারনা.........

"নব্য রাজাকার গোষ্ঠির প্রবেশ নিষেধ"

নামকরন অত্যন্ত গুরুত্বপূর্ন একটি জিনিস। যেমন সব মানুষের একটা নাম আছে কিংবা সব প্রাণীর ই একটা সাধারন নাম থাকে । মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স (আমরা বু্দ্ধিমান)। এটা সবাই জানে। সে যাই হোক, আসল কথায় আসি।

যে জন্য এই পোস্ট, মাথায় একটা আইডিয়া আসছিল অনেক আগে ডাইরীতে লিখেরেখে ছিলাম। ডাইরী উল্টাতে গিয়ে চোখে পড়ল। ওখানে যা ছিল তাই লিখছি.... আচ্ছা গ্রহ গুলোর নামকরন কিভাবে করা হয়? এটা খুব একটা আগের কথা না যে আমাদের সৌরজগতের বাইরে গ্রহের সন্ধান পাওয়া গেছে। "গ্রহের ভর, আর্তনকাল,জি এর মান ইত্যাদি বৈশিষ্ট্যের সাহায্যে গ্রহের বৈজ্ঞানিক নামকরন করা যাবে,যাতে কোন গ্রহের নাম বললে তার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে। পৃথিবীর সাথে তুলনা করে আপেক্ষিক নামকরন ও করা যায়।

ব্যাপারটা শুধু গ্রহের ক্ষেত্রে না গ্যালাক্সির ক্ষেত্রেও প্রযোজ্য। এতে সুবিধা হবে সুদূর ভবিষ্যতে মানুষ যখন স্পেইসশীপ নিয়ে কোন গ্রহের পাশ দিয়ে যাবে তখন গ্রহের নাম ডাটাবেইস থেকে বের করতে হবেনা। বিশেষ স্যাফটওয়্যার ই তা করে দেবে। কিংবা বর্তমানে মহাকাশবিদ্যা নিয়ে যারা কাজকরেন তাদের জন্য সুবিধা হবে ২০/১১/২০০৫"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।