আমাদের কথা খুঁজে নিন

   

৩ বছরে রেট একই,দিরহামের বিপরীতে টাকার,কর্তপক্ষ কি দেখবেন?

দেহটা প্রবাসে,আর মন স্বদেশে। যেখানে আমার জন্ম,বেড়ে উঠা সর্বোপরি আমার মাতৃভূমি ওহে বাংলাদেশ,যতদিন বেঁচে থাকি যেন তোমাকে ভালবেসে যেতে পারি। প্রার্থনা করি বিধাতার কাছে তুই যেন তোর সন্তানদের আগলে রাখতে পারিস প্রতিবেশীর ষড়যন্ত্র থেকে। দীর্ঘজীবি হোক বাংলাদেশ

আমি আজ থেকে পাক্কা ৩বছর ২মাস( ২দিন কম)আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে আসি। প্রথম মাসের বেতন দেশে পাঠানোর জন্য এক্সচেন্জ সেন্টারে(ইউ.এ.ই দিরহামের বিপরীতে বাংলাদেশী টাকা যেখানে পাওয়া যায়)যাই এবং তখন ১দিরহামের বিপরীতে বাংলা ১৮.৫০টাকা ছিল।

যাহা এখন পর্যন্ত অপরিবর্তীত অবস্থা আছে। আমি কেন এই লেখাটা লিখছি তা বলতেছি,যখন আমি এসেছিলাম তখন প্রতিবেশী রাষ্ট্র ভারত ৯ রুপি, নেপাল ১৬রুপি,পিলিপিন১০পেস্তূ,পাকিস্থান১৬ রুপিএবং শ্রীলংন্কার ২৭রুপি( প্রতি ১দিরহামের পরিবর্তে )ঠিক ৩বছরে পর্যায়ক্রমে এখন তাদের ফিগার দাঁড়াল৯-১৪,১৬-২২,১০-১৩,১৬-২২,এবং২৭-৩৩। আর আমাদের বর্তমানে১৮.৫০টাকা চলছে। তাদের এই দর বৃদ্ধি পাওয়ার কারন আভ্যন্তরীন দ্রব্যমূল্যর উর্দ্ধগতি। আর এই ৩বছরে কি আমাদের দেশে দ্রব্যমূল্যর উর্দ্ধগতি ঘটেনি?যদি নাই ঘটে তাহলে যেখানে প্রথমে ৪জন পরিবারের সদস্যর ১০,০০০টাকা হলে ভরনপোষন চলত এখন দিগুন গুনতে হচ্ছে।

আমাদের নামকরা অর্থনীতিবিদেরা বলে থাকে টাকার অবমূল্যায়ন করলে নাকি জাতীয় অর্থনীতি হুমকির মুখে পড়বে। যদি তাই হয় তা হলে জীবন যাত্রার ব্যায় কিভাবে কমানো যায় সেইটা চিন্তা করা দরকার। আর সামান্য টাকার অবমুল্যায়ন(সাময়িক)করে দেখতে পারা যায় কতটা হুমকির সমুন্খীন। কিছু দিনের জন্য সরকার দেখতে পারে,একদিকে প্রবাসীরা উৎসাহ পাবে বৈধ ভাবে টাকা পাঠাতে অন্যদিকে সরকারের রেমিটেন্স বৃদ্ধি পাবে। আশা করি কর্তপক্ষ নজর দিবেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।