আমাদের কথা খুঁজে নিন

   

Manorama Six Feet Under (2007)

আমরা প্রত্যেকে সেইসব মানুষদেরই একজন, যাদের সাথে আমাদের প্রতিদিন দেখা হয়।
বহুদিন পর একটা ভাল বলিউডের ছবি দেখলাম। মজাও পেলাম আশাতীত। বলিউডের ব্লকবাষ্টার হিট ছবির ভীড়ে অনেক ভাল ছবির খোঁজ তেমন একটা পাওয়া যায় না। ভাগ্যিশ এক বন্ধুর কল্যাণে আজ এ ছবিটি দেখা হয়ে গেল।

এই ছবিটির দিয়ে বলিউড আরেকবার দেখিয়ে দিল ভাল পশ্চিমা ছবির নকল করার পাশাপাশি কিছু অরিজিনাল প্রতিভাও তাদের ভিতর আছে। প্রতি মুহুর্ত উপভোগ্য এ ছবিটিতে আর পাঁচটা বলিউডি ছবির মত নাচ গানের বালাই নেই, দরকারও নেই। এটি মুলত একটি থ্রিলার ছবি। শেষ মিনিট পর্যন্ত দর্শককে উৎসাহী করে রাখে রহস্যের কিনারা করার জন্য। সাথে দর্শককে টেনে রাখার জন্য অন্যান্য মালমশলা তো আছেই..! ছবিটির মূল কাহিনী একটি ছোট্ট শহরের একজন অখ্যাত ব্যর্থ লেখক কে নিয়ে।

ঘটনাক্রমে সে নিজেই তার সৃষ্ট উপনাস্যের চরিত্র হয়ে ওঠে। যারা অনেকদিন ধরে একটি ভাল বলিউডের ছবি দেখার জন্য তৃষ্ণার্থ আছেন তারা চট করে দেখে ফেলুন। ইন্টারনেটের গতি ভাল হলে এই লিংকে http://www.megavideo.com/?v=HET1TECG ক্লিক করলেই সরাসরি দেখতে পারবেন। সুতরাং আর দেরি না করে গরম গরম সিঙ্গাড়া, পেয়াজু আর ঝালমুড়ি খেতে খেতে দেখে ফেলুন ছবিটি।
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.