আমাদের কথা খুঁজে নিন

   

শুধু শহর হবো না

মোহিনীরা স্বভাবে নির্মম। আর যারা ভালোবাসে তারা শুধু নিজেদের আত্মার ক্রন্দনে ক্লিষ্ট হয়-পূর্নেন্দু পত্রী
এই শহরের বুকে আমি হবো খোলা ছাদ আমার দিকে তাকালেই দেখা যাবে বিশাল আকাশ, দেখা যাবে নীলচে বুকে কিচিরমিচির পাখি । এই শহরের বুকে আমি হবো ফুলের বাগান আমার ফুল-রঞ্জিত শরীর ধারণ করবে স্বর্গীয় সুষমা, গুনগুন সুরে ধেয়ে আসবে লোভী ভ্রমরের দল । এই শহরের বুকে আমি হবো সরু লাজুক নদী নারীর লজ্জা জমাবো আমার ঘোলা-জল চোখে, কলঙ্ক-কালিমা মুছে আমি হবো সঠিক প্রেমিক । এই শহরের বুকে আমি হবো সবুজ মাঠ আমার বুকের ঘাস ছুঁয়ে যাবে শিশুর পদতল, ক্লান্ত জীবন শেষে আমি হবো শীতল বাতাস । এই শহরের বুকে আমি সব হবো, শুধু শহর হবো না । ( শুধু শহর হবো না, ০১/০৯/২০১৩, রাতঃ ৩টা ১৫ )
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.