আমাদের কথা খুঁজে নিন

   

৭১ পাইনি ১৩ পেয়েছি । এ সুযোগ হেলায় হারাব না। আমরা প্রজন্ম একাত্তর ।।

সত্য অপ্রিয় হলেও সুন্দর লাখো মানুষের উত্তাল জনস্রোত আর গগন বিদারী শ্লোগান মুখরিত শাহবাগ প্রজন্ম চত্বর । রাজনৈতিক পরিচয়ের উরধে উঠে , ব্যাক্তিগত রাজনৈতিক পরিচয় ভুলে সধারন মানুষ গুলো শুধু একটাই দাবী বুকে আর মুখে নিয়ে একসাথে হয়েছে , হয়ে চলেছে , আর কোন দাবী নাই রাজাকারের ফাঁসি চাই । তুমি কে আমি কে ? বাঙালী বাঙালী । তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা । কি করে পারলো তারা ? কি করে পারলো তারা সেই অচেনা লাখো শহীদ আর সম্ভ্রম হারানো লাখো মা বোনদের নিজের আত্মীয় আপন জন করে নিতে ।

কি করে পারলো তারা এক সাথে হতে? না তাদের কোন টাকা পয়সা দেওয়া হয়নি , দেওয়া হয়নি ভালো ক্যারিয়ার আর টিউশনি আর কোন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার আশ্বাস । দেওয়া হয়নি বিনা হিসাবে বেহস্ত পাইয়ে দেওয়ার গ্যারান্টি । তার পরও তারা এসেছে। একসাথে হয়ে একি সুরে শ্লোগান ধরেছে । যারা জামাত শিবির করে অথবা যাদের বুকের ভেতর সামান্যতম দেশপ্রেমও নেই তারা এটা বুঝতে পারবে না ।

তারা শুধু অবাকই হবে, তারা ভেবে পাবে না কি করে পারলো তারা , কেন তারা পারল। এই প্রশ্নের উত্তর পাবে এখানে , শুধুই প্রজন্ম চত্বর শাহবাগে । চলে আসো বন্ধু । একবার এসে দারাও প্রজন্ম চত্বরের জনস্রোতে । একবার এসে দারাও গোল হয়ে বসে বা দাড়িয়ে শ্লোগান দেওয়া কোন একটা ছোট্ট ছাত্র জনতার দলের পাশে দেখবে তোমার ভেতর থেকে কে যেন কথা বলে।

কে যেন বলে তুমি বাঙালী তুমি পারো না লাখো শহীদের রক্তের ঋণ শোধের যেই দাবী তাকে উপেক্ষা করতে । পারো না তোমার আত্মপরিচয়কে ভুলে থাকতে। আাবিষ্কার করবে তুমি নিজেকে, এক নতুন মানুষ হিসেবে। আবিষ্কার করবে নিজের ভেতরের সত্তাটাকে। দেখবে , এখানে কি অসম্ভব সুন্দর একটি স্বপ্নের জ্বাল বোনা হচ্ছে ।

দেখবে এক নতুন সূর্যোদয়ের আভাস । আগামী দিনের আমার বাংলা রাজাকার / কলঙ্ক মুক্ত , অন্যায় আবিচার , দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ হওয়ার শুভযাত্রা করছে । সবার আগে জাতীকে কলঙ্ক মুক্ত করি চল । তার পর একটা একটা করে সকল অন্যায় অবিচার আর শোষণের হিসেব নেওয়া হবে। শাহাবাগ প্রজন্ম চত্বর যে আলো জ্বালিয়ে গেল তা আর নিভবে না ।

এখন আমরা সহজেই অনেক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো একসাথে । সেই সাহস আর শক্তি আমাদের দিয়ে গেল প্রজন্ম চত্বর । আমরা প্রজন্ম একাত্তর দেশটাকে গড়বই গড়ব , স্বপ্নের মত করে। চলে আস ভাই, চলে আসো বোন, চলে আস বন্ধু। যদি দূরে থাকো তো মনে মনে আমাদের সাথে থেকো ।

বসে থাকার আর নেই সময় ডাক দিচ্ছে প্রজন্ম চত্বর, আসছি আমরা প্রজন্ম একাত্তর । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।