আমাদের কথা খুঁজে নিন

   

আমার কবিতা



কবিতা, সে আমার নিজস্ব এক জগত সেখানে অপরের প্রবেশাধিকার নেই। নিজেই লিখি, নিজেই পড়ি, নিজেই আবার ছিঁড়ি, সৃষ্টির আনন্দে আর ধ্বংশের নেশায় নিজের হাতে গড়ে আবার তাদের নিজের হাতেই ফাঁসিকাঠে ঝোলাই। কবিতা, আমার আত্ম বিশ্লেষণের জায়গা সেখানে অপরের প্রবেশাধিকার নেই নিজের পাপ, নিজের পুন্য, নিজের যত ইচ্ছা, না পাওয়ার ব্যাথা, আর অসহনীয় যন্ত্রনা নিজের মতন করে লিখে রাখি পাতার পর পাতা জুড়ে নিজের যত অভিমান। কবিতা, আমার যৌবনের মাদকতা সেখানে অপরের প্রবেশাধিকার নেই। নিজের ব্যাভিচার, নিজের মুখোশ পড়া মুখ ভিতর থেকে চুইয়ে নামা লালসা সেখানেই আমি খুলে রেখেছি, সাময়িক বিশ্রামের পর আবার পড়ে নেব বলে। কবিতা, আমার প্রথম প্রেমের অনুভুতি সেখানে অপরের প্রবেশাধিকার নেই নিজের হাতে স্পর্শ করি তার সারা শরীর বুকের গভীরে টেনে নিই তাকে আর আমার চুম্বনে চুম্বনে ভরে যায় তার দেহ, শিহরীত হয় সে নিজের অন্তরে। কবিতা, আমার বুক ভরা হাহাকার সেখানে সবার প্রবেশাধিকার আছে। সেখানে নিজের পাপ পূন্য, অভিমান আর প্রেম আনন্দ, দুঃখ, ব্যাভিচার আর মুখোশ পড়া মুখ এক করে রেখিছি তাদের জন্য যারা আমার কবিতা পড়তে ভালোবাসে। রাজ ১৫ই মে ২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.