আমাদের কথা খুঁজে নিন

   

যোগ দিচ্ছি SMX London 2009 সম্মেলনে

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে যতগুলো কনফারেন্স হল তার মধ্যে SMX (Search Marketing Expo) অন্যতম বৃহৎ। বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর প্রধান প্রধান শহরে SMX অনুষ্ঠিত হয়। এই মাসে ১৮-১৯ তারিখে SMX অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডনে। বিশ্বের নামকরা সার্চ ইঞ্জিন এবং ইন্টারনেট মার্কেটিং গুরু, প্রযুক্তিবিদ, ব্লগাররা এই সম্মেলনে অংশ নিতে যাচ্ছে।

দু’দিন ব্যাপি এই সম্মেলনে বিভিন্ন বিষয়ের উপর প্রায় ১৬টি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগদানের ফি অত্যন্ত বেশি - ৮৯০ পাউন্ড, বাংলাদেশি টাকায় প্রায় ৮৯,০০০ টাকারও বেশি। তাই বেশ কিছুদিন ধরেই ভাবচ্ছিলাম আমাকে কনফারেন্সের জন্য স্পন্সর করতে বসকে অনুরোধ করব। কাল হঠাৎ করে মওকা মিলে গেল। বলেই বসলাম, উনিও হ্যাঁ জবাব দিয়ে ব্যাগ খুলে টাকা গোনা শুরু করলেন।

ততক্ষনে আমার ঘোর কাটেনি। ওয়াও! কাল রাত হয়ে গিয়েছিল, তাই সকালে অফিসে ঢোকার আগে ব্যাংকে টাকা জমা দিলাম এবং অনলাইনে রেজিস্ট্রশন করে ফেললাম। আমি খুবই excited (বাংলা মনে আসছে না)! এতদিন যাদের লেখা পড়ে বিভিন্ন বিষয় শিখেছি, দু’দিন পরে তাদের বক্তব্য শুনতে পারব, অনেক নতুন বিষয় জানতে পারব। এছাড়া নিজের ভুলগুলো শুধরে নেবারও সুযোগ থাকবে। শুধু একটাই আক্ষেপ থাকল যে Matt Cutts এই সম্মেলনে অংশ নিচ্ছে না।

পোষ্টটির সূত্র: যোগ দিচ্ছি SMX London 2009 সম্মেলনে ------------------------------------------------------------------- আপনার পক্ষে কি প্রতিদিন আমার ব্লগে আসা সম্ভব হয় না? তাহলে আপনি আমার ইমেইল নিউজলেটার সাবসক্রাইব করতে পারেন। এর মাধ্যমে আমি নতুন কোনো ব্লগ পোষ্ট করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে তার সন্ধান পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে। আশা করি এই ফিচারটি বার বার আমার ব্লগে যাবার পেছনে আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেবে। -------------------------------------------------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।