আমাদের কথা খুঁজে নিন

   

‘মাঝ রাতের বিকেল’-এর গান



মোর সব রোদ ছুঁয়ে যাক তোমারও বিকেল মেঘেরও পাঁজর গলে আঁছড়ে পড়ুক সুখ হোক ফেরারী বিষন্নতা বড়ই কাঁটার বনে পাপ বোধের খুনে রাঙা হয়ে ফুটুক বন্য শালুক ছন্নছাড়া প্রজাপতি... খয়েরি আত্মরতিরও ঋণে বাড়ায় ক্ষতি লাভের পাল্লায় বোবা কচ্ছপ, আজব নিরব মুখ বিমূর্ত সেই চোখেরও জলে কোলাহল নিশ্চুপ পাখর মুখো দীর্ঘশ্বাসে...আজব নিরব মুখ...কোলাহল নিশ্চুপ... অবিশ্বাসী দীর্ঘশ্বাসে...কোলাহল নিশ্চুপ... আজব নিরব মুখ... আজব নিরব মুখ...কোলাহল নিশ্চুপ...আজব নিরব মুখ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।