আমাদের কথা খুঁজে নিন

   

চ.ভার্সিটিতে এসব কি হচ্ছে? আমার ভাইয়াও আটকে পড়েছে

তোমার অপেক্ষায় আমার ধূধূ দিগন্ত

আমার ভাইয়া চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে। গতকাল রাত সাড়ে ১২টায় সে হঠাৎ ফোন করে বাসায়। আম্মা তার সাথে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে পড়েন। আব্বুও শুয়ে পড়েছিল। সে জানায় ভার্সিটিতে খুব গন্ডগোল হচ্ছে।

সবাই যেন দোয়া করেন। আম্মা তাকে সাবধানে থাকতে বললেন। রাতে আর যেন কারউ ঘুম আসছে না। আব্বা সকালে উঠেই তাকে ফোন করেন সে ফোন রিসিভ না করাতে আম্মা বললেন ও ফোন ধরছেনা কেন? আমি তাকে শান্তনা দিয়ে বললাম তোমরা এত উত্তেজিত হয়ো না। সে হয়তো ঘুমাচ্ছে।

রাতে ঘুমোতে পারেনি। কিছুক্ষণ আগে সে জানালো পুরো এলাকায় থমথমে ভাব। সে একটি মেসে থাকতো এখন তাকে বাসায় চলে আসতে বললে সে জানায় পুরো এলাকায় ছাত্ররা লাঠি ও সশস্ত্র অবস্থায় পাহাড়া দিচ্ছে। তাই সে বাইরে আসতে সাহস পাচ্ছেনা। সে আরও জানায় শিবিরের ছেলেরা রাতে হলে অবস্থান নিলে ছাত্রলীগের ছেলেরা বাইরে অবস্থান নেয়।

এবং তারা হল ঘেরাও করে রেখেছে। হলে সাধারন ছাত্ররাও আটকা পড়েছে। এবং কাল রাত থেকে ওরা না খেয়ে রয়েছে। সাহস করে কেউ বাইরে বেরুচ্ছে না। ভাইয়ার এক বন্ধুও নাকি সেখানে আছে।

সে একটু আগে জানায় বাইরে বের হওয়া এখন রিস্ক কারণ অনেক অছাত্রও নাকি বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে এবং ছাত্রদের সন্দেহ হলেই মারধোর করছে। এদিকে ভাইয়ার জন্য মায়ের টেনশনও বাড়ছে? এসব গুনডামি হলদখল মারামারি কবে বন্ধ হবে..............?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।