আমাদের কথা খুঁজে নিন

   

ফাঁসির দাবি নিয়ে এসেছি ~ ০২

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি । । আরেকটিবার স্বাধীনতা ধরেছি প্রাণে- হাতে লাল ফেস্টুন, কন্ঠে হুংকার, আর হৃদয়ে করেছি ধারণ একই দাবি; প্রতিটি যুদ্ধাপরাধীর গলায় নিজহাতে দিব পরিয়ে- ম্যানিলা রোপের মালা! ফাঁসি হবে একবার নয়, ত্রিশ লক্ষ বার । । এ আজ জাতির অঙ্গীকার- পূরণ করব বলেই জাতির কাছে পেশকৃত সব শহীদের দাবি; যেন না বইতে হয়, প্রজন্ম হতে প্রজন্মান্তরে- গ্লানিময় অভিশাপ ।

। সন্তানকে দিয়েই যাব বলেই- নিষ্কলঙ্ক এক ইতিহাস; আজ বইছি পিঠে এই দায়ভার আমার । । । ।

সা। ত। কা। হ। ন।

। আজ সন্ধ্যা সাতটায় আসছি প্রেসক্লাব। বন্ধুগণ, দেখা হবে রাজপথে। ফাঁসি চাই সবক’টা যুদ্ধাপরাধীর। জয় বাংলা।

। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।