আমাদের কথা খুঁজে নিন

   

ঐ কান্না ভেজা আকাশ

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

কথাঃ শুভাশিস সিনহা সুরঃ সঞ্জীব চৌধুরী ঐ কান্না ভেজা আকাশ আমার ভালো লাগে না থমকে থাকা বাতাস আমার ভালো লাগে না তুড়ির তালে নাচতে আমার ভালো লাগে না এই মরে মরে বেঁচে থাকা ভালো লাগে না। । পাখির কন্ঠে বেসুরা গান ভালো লাগে না নরনারীর একমুখী টান ভালো লাগে না। । ফুলের বুকে ধুতুরার ঘ্রাণ ভালো লাগে না মৃত্যুভয়ে চমকানো প্রাণ ভালো লাগে না।

ঐ কান্না ভেজা আকাশ আমার ভালো লাগে না. . . তোমায় নিয়ে কাড়াকাড়ি ভালো লাগে না তোমায় নিয়ে বাড়াবাড়ি ভালো লাগে না আর তোমার আমার ছাড়াছাড়ি ভালো লাগে না। । কান্নাকাটি হল্লাহাটি ভালো লাগে না সবুজ দ্বীপে মরণ ঘাটি ভালো লাগে না। । দুঃস্বপ্ন ছাওয়া মাটি ভালো লাগে না এই অন্ধকারে বসতবাটি ভালো লাগে না ঐ কান্না ভেজা আকাশ আমার ভালো লাগে না. . . . থমকে থাকা বাতাস আমার ভালো লাগে না তুড়ির তালে নাচতে আমার ভালো লাগে না মরে মরে বেঁচে থাকা ভালো লাগে না।

। ঐ কান্না ভেজা আকাশ আমার ভালো লাগে না. . . .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.