আমাদের কথা খুঁজে নিন

   

মাকে নিয়ে আমার খুব পছন্দের একটা গান...

ইতিহাস বারবার ফিরে আসে...

Click This Link মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। তার মায়ায় ভরা সজল দিঠি.. সে কি কভু হারায় ? সে যে জড়িয়ে আছে, ছড়িয়ে আছে.. সন্ধ্যা রাতের তারায়। সেই যে আমার মা বিশ্ব ভুবন মাঝে তাহার নেই যে তুলনা.. মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোঁটে। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুখের ঘরে? প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুখের ঘরে? সেই যে আমার মা সেই যে আমার মা। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।