আমাদের কথা খুঁজে নিন

   

মা দিবস আর আমাদের মাতৃ ভক্তি



মা দিবস নিয়ে মাতামাতি যেন একটি দিন পেয়েছি জনমে মাকে মা বলে ডাকার । সারাটা বছর তো বউ আর শাশুড়ি মাকে মা মা বলে অস্থির আজ মাকে মা বলে ডাকলে বউ কিছু বলবে না । আজ বৃদ্ধা আশ্রমের গেস্ট রুমে বেশ ভির । আফিসে আনেক চিঠি খাম । এ মাসটা মরুমরু করে যে বুড়ি গুলা বেচে আছে আবর্জনা হয়ে তাদের জন্য একটু হলেও মঙ্গলের ।

ব্যক্তিগন জীবনে আমার সখ আছে একটা বৃদ্ধা আশ্রম দেয়ার । আমার সবচেয়ে দূবলতা ভালবাসা শ্রদ্ধা বৃদ্ধা মাদের প্রতি । প্রকৃতি যেন আমার এই আশাটি পূরণ করে । এবার একটা মজার গল্প শুনুন , আমি আমার বন্ধুদের নিয়ে ঈদের ছুটিতে পাড়ার মোড়ের চা-এর দোকানে আড্ডা মারতেছিলাম । হঠাৎ খয়বর-এর মা নামের এক বুড়ি এসে আমাদের কাছেই এসে কাঁদছে, আমাদের মাঝের একজন বলে উঠল এই কি হইছে তোমার খয়বর-এর মা ? বুড়ি শুরু করল তার কাহিনি ,গত এক বছর থেকে খয়বর তাকে ভাত দেয়না কারন খয়বর এর বউ বুড়িকে সহ্য করতে পারেনা আর বুড়ি আনেক ভাত খায় কাজ করতে পারেনা মিথ্যা কথা বলে এমনকি বুড়ির চালচলন খয়বর এর পরিবারের ভাল লাগেনা ।

বাধ্য স্বামী খয়বর মাকে ভাতদেয় না বেশভাল কথা । বুড়ি এবাড়ি ও বাড়ি থেকে চেয়ে দেয়ে চলে সমস্যছিলনা সমস্য করেছে প্রকৃতি গেল আষাঢ মাসে খয়বরএর মা পাশ্বের বাড়ি থেকে একটু চাউল পাইছিল খড়ি না থাকায় সে খয়বর-এর বউ-এর খড়ি নিয়েছিল না বলে আর তা চুলার মাঝে অর্ধদগ্ধ আবস্থায় পায় খড়ির মালিকীন সয়ং। চুড়নি বুড়িকে লাথি মারেনাই তবে ধাক্কাদিয়া চুলাথেকে খড়িখানা চতুর বউমা নিয়ে রেখেছিল এবং খয়বর আসামাত্র প্রমান হিসাবে খয়বর কে দেখায়া এবং পূবের সকল চোরীর দায়ভার বুড়ির ঘারেদিয় বুড়িকে যেন খয়বর মা বলেও না ডাকে এমন সত্তদিয়া লক্ষী সংসার শুরু করে। অসহায় বুড়ি মুখ চেয়ে চেয়ে ঘুডে নীতিবান পুত্র মাকে মা বলও ডাকেনা কোন কথাও বলেনা এমন চলছে গত তিনমাস। আজ খয়বর এর শাশুড়ি এসেছে ।

মূখ্য বুড়ি বিয়ান সায়বার সাথে খোশ গল্পে মসগুল লক্ষী বউমা মাংস রাধছে লোভী বুড়ির একটু লোভ ও ছিল মনে হয় । এমন সময় খয়বর এসে ডাকদেয় মা আসো ভাত খাও । বুড়ি খোশ গল্পের সমাপ্তী টেনে বিয়ান সয়বাকে নিয়ে খেতে যায় আর ভাবে যাক বিয়ান এসে ভালই হইছে বাজান আজ মা কইছে খাইতে ডাকল । বুড়ি যখন বিয়ানকে নিয়া খাইতে বসছে এমন সময় বুড়ি শুনতে পায় লক্ষী বউমা তার পুত্রকে বলছে ঐ চুরনি বুড়ি আমার ঘড়ে ক্যন আর সুপুত্র উত্তর দিচ্ছে আমি তো মা কে ডাক দিলাম ঐ মহিলাকে তো ডাকিনাই অশিক্ষিত বুড়ির বুঝতে বাকি রইলনা । সেই দুঃখে কাঁদছে খয়বরের মা ।

সবশুনে ভোঁ ভোঁ করল আমার মাথা একটাকে বললাম ধরে আন শালাটাকে । খয়বর কে টেনে আনার আগে হাজির হল বউ শাশুড়ি ,মারশাল্লা মা কা মাইয়া খয়বরকে শুরু করলাম মার খয়বর এর -বউ-শাশুড়ি কে বললাম চিড়ে ফেলব তার ফাপড়েই চুপ । খয়বর এর মা এসে টেনে ধরলো লাঠি। বাবারে ওরে তোরা মারিস না ওর বাপ নাই অনেক কস্টে মানুষ করছি । খয়বার এখন আমাদের গ্রামের মেম্বর বৃদ্ধাদের কার্ড,গোম,চাল ওর হাতে ঈদেঁ গিয়েছিলাম শুধু বলেছি মনে আছে খয়বর ,আমার মাদের চাল যদি খাস তয় এবার আমি তোরে খাইছি ।

জানিনা এবার ফাপড়ে কাজ হবে কি না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।