আমাদের কথা খুঁজে নিন

   

গান শুনতে শুনতে মনে পড়ে গেল গান'অলাকে দেখা আমলাতান্ত্রিক জটিলতা সম্পন্ন এক কনসার্টের কথা -২



আগের লিংক: Click This Link ৩. নতুন পুরাতনসহ জনপ্রিয় সব গানই করলেন সুমন। গানের ফাঁকে ফাঁকে তার অসাধারণ কথাবার্তা একরকম মন্ত্রমুগ্ধ করে রেখেছিল শ্রোতাদের। কখনো রাজনৈতিক কথা, কখনো গান নিয়ে কথা, কখনো বা অন্য বিষয় নিয়ে। সবই দর্শক শুধু শুনছিল বললে ভুল হবে। বলা যায়, গিলছিল।

শ্রোতারা সুমনের রসিকতায় হেসেছে, আবেগঘন কথাবার্তায় আপ্লুত হয়েছে। সুমনেরর সব কিছুতেই যেন জাদু। সব কথাই বিশ্বাস আর হৃদয় দিয়ে গ্রহন করেছিল। কারন হঠাৎ করে সুমন যখন বললেন, বাংরাদেশের পুরুষেরা অসম্ভব রূপবাণ, তখন পুরো মিলনায়ণের পুরুষদের মধ্যে যেন নাড়াচাড়া পড়ে গিয়েছিল। কম বেশি সবাই কে দেখা গেল চুলটুল ধরে নিজেকে গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ল।

যারা প্রেমিকা বা স্ত্রীদের নিয়ে এসেছিলেন তাদের দেখা গেল বেশ অহংকারী দৃষ্টি নিয়ে প্রেমিকা, স্ত্রীদের দিকে তাকালো। ভাবখানা এরকম, আমরা যে কত সু-পুরুষ আজকে বুঝলে তো? এসব নানাধরণের বিষয় আর গানে গানে কখন যে তিন ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারিনি। এই কনসার্টে উল্লেখ করার মতো বিশেষ ঘটনা ছিল, সুমনের আমন্ত্রণে মঞ্চে উঠে এসেছিলেন, এ দেশের গানের পাখি খ্যাত সাবিনা ইয়াসমিন। সুমনের লেখা ও সুর করা একটি অসাধারণ গান গেয়ে শ্রোতাদের সুরের জাদুতে জড়িয়ে ফেলেন তিনি। ৪. একটা সময় কনসার্ট শেষ হয়।

শেষ হয় অকাঙ্খিত এক অধ্যায়ের। সুমনের গান শোনা, দেখা। কিন্তু মনের ভেতর এক অতৃপ্তি রয়ে গেল। এতো কাছে এলাম, সুমনকে সামনে থেকে না দেখেই চলে যাবো? সুমনের সাথে হাত মেলানো হবে না? কথা বলা হবে না গান'অলার সাথে? আমি আর আমার বন্ধুরা ঠিক করলাম যে করে হোক সুমনকে না দেখে ফেরা যাবেনা। শুরু করলাম, আরেক ঝামেলা।

(চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।