আমাদের কথা খুঁজে নিন

   

মনে হয় ভ্রান্ত ধারনা



বিরোধীদলী্য় নেত্রী বললেন, কোনো জংগী নাই। স্বরাট্রমনত্রী বললেন, আমার কিছু বলার নাই। প্রধানমন্তী এরকম কিছু বললেন। ইউএস রাস্ট্রদুত বললেন, জংগী আছে। তারপরপরই মেইল গেলো সব এমব্যাসিতে, জংগী সংগঠন আলকাইদার নামে, বোমা মেরে সব এমব্যাসি নাকি উড়িয়ে দেবে।

কেমন যেনো সব গোলমাল ঠেকলো। পরিকল্পনা দু্য়ে দুয়ে চার হয়ে গেলোনা। আমাদের Intelligence community কে বেশ গা ছারা মনে হলো। মনে হলো না এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে। আশা করে ছিলাম এ নিয়ে বেশ লেখা হবে।

হলো না। কারনটা বুঝতে পারলাম না। জুজু বুরির ভয় দেখিয়ে ছোটবেলা থেকেই আমাকে বড় করা হয়েছে। এ আর নতুন কি? দুঃখ হলো, এত কিছু পরিবতন হলো অথচ ভয় দেখানোর মনোভাব পাল্টালোনা। এ কেমন ধম্ এবং সমাজে আমাদের বাস।

কি আমাদের ভবিষ্যত। আমরা জংগী জংগী করছি অথচ কি কারনে, কোথা থেকে হচ্ছে, ইত্যাদি দেখছি না। ব্যাপার টা নজরে আনা দরকার, সমাজের ও দেশের ভালোর জন্য। আর যদি জংগী নাই থাকে, তা হলে কারা এ নিয়ে মাথা ঘামাচ্ছে বের করা দরকার। কারন আমাদের কে এটা বিভক্ত করে ফেলছে জাতি হিসাবে।

একে অন্যর বিরুদ্ধে রুশে তুলছে। এর ফল ভোগ করবে আমাদের ভবিষ্যত প্রজন্ম, আমাদের সন্তানরা। তারা একে অন্যের সাথে এ নিয়ে মারামারি করবে এবং মরে যবে। ব্যাপারটা আমাদের সবাইকে বুঝতে হবে। তখন এমনও হতে পারে, আমাদের সমাজে ইসলাম ধম্ বলে কিছু থাকবে না।

If my muslim brother killed me for not becoming good muslim (as per their version) why to retain this kinda religion. For survival, we will convert to some other religion. এটা আমার এরকম মনে হচ্ছে। নাও হতে পারে। কত রকম পরিবত্ ন আসে পৃথিবীতে। মনে হয় ভ্রান্ত ধারনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।