আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আজ মা'য়ের পাশেই কাটাই দিন।

Khan IT Source

আসুন আজ অন্তত মা'য়ের কাছে থাকি। পা ছুয়ে একবার সালাম করে নেই। মা দিবসের অর্থই যে মা'কে স্মরন সম্মান করা, মা'র প্রতি ভালোবাসা দেখানো তা বলছি না। যারা মা"য়ের মর্ম বুঝতে পারেন না (এমন আমার দেখা অনেকেই আছেন), তাদের জন্যেই না হয় "মা" দিবস। তবু তো একটা দিন পেলাম মা'কে ব্যাস্তটার মাঝে প্রানের মাঝে মন দিয়ে স্থান দিতে। আর যারা প্রতিদিন ঘর হতে বের হবার সময় মা'কে চলার পথের দোয়া ভেবে আশির্বাদ নিয়ে বের হতে পারি। মা'য়ের হাতটি ছুয়ে বেরিয়ে পরি কার্য্য গন্তব্যে তাদের থেকে খুশি, সুখি আজ আর কে ? মা'তো আমার সৃষ্টিকর্তাই, বাবা মা'য়ের থেকে আর কেউ কখনো প্রকৃত আপন হতে পারে না, পারে নাই। তাই যতই দুরে থাকি থাকেন না কেনো, মা'য়ের কন্ঠ'টা না হয় কোন মাধ্যমে একটু শুনি চলুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।