আমাদের কথা খুঁজে নিন

   

আর একটা টুপি পইরা লন

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

০১) কোন এক হুজুরের কাছে ওয়াজ করার সময় জন্মনিয়ন্ত্রণের পক্ষে বলার জন্য বলেছেন ওয়াজ কমিটির সভাপতি। হুজুর নিজে জন্মনিয়ন্ত্রণের পক্ষে না। তবু ওয়াজ কমিটির সভাপতির কথা না রাখলে তো টাকা পয়সা পাওয়া দুষ্কর। তাই তিনি ওয়াজ করলেন এইভাবে -------- আজ এই ওয়াজ মাহফিলে আইস্যা আমার মনটা ভইরা গেছে। যত দূর চোখ যায় খালি টুপি আর টুপি।

মনডা ভইরা যায়। কিন্তু ভাইয়েরা একডা টুপি পড়লে হইত না, আরেকডা টুপি পড়তে হইব। একডা পরছেন এই মাথায়, আরেকডা পরেন ওই মাথায়। ০২) আমার বড় ভাই ও বন্ধু কাজী শাহীদুল ইসলাম রচিত ও পরিচালিত একটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে এনটিভিতে। নাম ঘূর্ণিবাতাস।

নাটকের মূল বিষয় এইডস প্রতিরোধ। প্রতি পর্বে নানা ঘটনা থেকে বোঝানো হচ্ছে এইডস কিভাবে ছড়ায়। তবে এখানে খুব আধুনিকভাবে বলা হচ্ছে চরিত্র হারালেও আপনে যেন টুপি পরে নেন। চরিত্র হারান সমস্যা নাই, কিন্তু জান হারাইয়েন না। এইখানেও নানা পদ্ধতির সাথে টুপি পরার কথা বলা হচ্ছে।

০৩) অনেক বছর আগে একটি ওয়ার্কশপ করেছিলাম। এইডস বিষয়ক। তখন জেনেছিলাম এইডস কিভাবে ছড়ায়। তখনই জেনেছিলাম দেশে এইডস রোগীর সংখ্যা ২০ হাজার। সাধারণ ভাসমান মানুষ, পরিবহণ শ্রমিক, নাবিকসহ একা থাকা মানুষগুলো এইডসে আক্রান্ত হয় বেশি।

এখন যে দেশে কত এইডস রোগী আছে কে জানে ? ০৪) আজ সকালে মানবজমিনে রাতের ঢাকার চিত্র নিয়ে একটি প্রতিবেদন ও তার প্রেক্ষিতে সামুতে একটি পোস্ট পড়লাম। রাতের ঢাকা মানে হল যৌনকর্মীদের ঢাকা। নানা কারণে মেয়েরা এই প্রাচীন পেশার দিকে ঝুঁকে পড়ছে। দিন দিন অসতর্ক মানুষের সংখ্যা বাড়ছেই। আসলে কি আমরা সতর্ক হয়েছি ? ০৫) মাদকাসক্তের সংখ্যা কমছে না বরং বাড়ছে।

ফেনসিডিল এখন যুব সমাজের প্রধান খাদ্য। তারা সাথে গাঁজা হেরোইন ইত্যাদি চলছে। আর ইঞ্জেকশনের মাধ্যমে কত ধরনের মাদক গ্রহণ চলছে কে জানে। মাদকাসক্তের মধ্যে এইডস আক্তান্ত হওয়ার আশংকা খুব বেশি। তবু মৃত্যুর এই উৎসব চলছেই।

এই গরীব দেশে এত টাকা অপচয় করার কোন মানে হয় ? যেই দেশে মানুষ জন্মনিয়ন্ত্রণকে স্বাভাবিকভাবে গ্রহণ করে না, সেই দেশে এইডস এর মতো রোগ নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন। যেই দেশে মানুষ কারণে অকারণে মাদক গ্রহণ করে, সেই দেশে এইডস নিয়ন্ত্রণ অনেক কঠিন। বাঁচতে হলে আসলেই জানতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।