আমাদের কথা খুঁজে নিন

   

‘তরুণের মৃত্যুর খবর শুনে’ তরুণীর আত্মহত্যা

রোববার সকালে নগরীর নিজ নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।  
তারা হলেন, সিলেট নগরীর বারুতখানা এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে লিডিং ইউনিভার্সিটির আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র শেখ নাফিজুর রহমান (২৪) এবং নগরীর চারাদিঘীরপাড় এলাকার ডা. আবদুল হান্নানের মেয়ে তানজিলা জাহান লিজা (২২)।
সিলেট কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল আহমদ বলেন, “নাফিজের আত্মহননের খবর পেয়ে তার প্রেমিকা তানজিলা জাহান লিজাও আত্মহনন করেছে বলে শুনেছি। প্রেমে ব্যর্থতার কারণে দুইজন আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ”
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


নাফিজুর রহমানের বাবা হাফিজুর রহমানের বরাত দিয়ে কামাল আহমদ বলেন, শনিবার রাত ১২টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যায় নাফিজ।
“সকাল সাড়ে ৭টায় তার বাবা ডাকতে গিয়ে সাড়া শব্দ না পেয়ে জানালা খুলে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ”
সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান, সকাল ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে লিজা আত্মহত্যা করেন।
“তার কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

সেখানে লেখা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ”
লিজা এ বছর সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।
এ ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.