আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাফেটেরিয়া [কথাঃ জিয়া, অ্যালবামঃ ইচ্ছেঘুড়ি]

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

পড়ন্ত বিকেল, ক্যাফেটেরিয়া উঁকি দিয়ে দেখি, এক কাপ চা গরম তৃষ্ণা হায়. . অজস্র এলোমেলো স্বপ্নের ভীড়ে তোমার. . . শীতল চোখ, ভিজিয়ে যায় আমায়. . . . . .।। যেখানে তোমার ঠোট ভালোবাসা আমি বুড়ো কবিতার মতো চুপচাপ যেখানে তোমার চোখ খুনী, আমি খুন হই. . . প্রতিদিন. . . প্রতিদিন. . . প্রতিদিন. . . প্রতিদিন. . . প্রতিদিন. . . প্রতিদিন. . . পড়ন্ত বিকেল ক্যাফেটেরিয়া উঁকি দিয়ে দেখি. . . . . . শিরোনামহীন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।